উত্তাল নেপালে ‘হোটেলবন্দি’ জামালদের অনুশীলন স্থগিত

gbn

মাঠ মাতাতে গিয়ে নেপালে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল দল। হঠাৎ করেই যে আজ উত্তাল হয়ে পড়েছে নেপালের রাজধানী কাঠমাণ্ডু। সামাজিকমাধ্যম বন্ধ এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে নেপালের ছাত্র-জনতা।

সেই আন্দোলন থামাতে রাজধানীতে কারফিউ জারি করেছে দেশটির সরকার।

এতে কাঠমাণ্ডুতে অবস্থানরত বাংলাদেশ দল বিপাকে পড়েছে। দুটি প্রীতি ম্যাচ খেলতে যাওয়া জামাল ভূঁইয়া-মিতুল মারমারা হোটেলে বন্দি হয়ে পড়েছেন। এতে আগামীকাল দশরথ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

 

সেই ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট সময় থাকলে আজ জাতীয় দলের অনুশীলন স্থগিত করে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।

 

বিজ্ঞপ্তিতে বাফুফে লিখেছে, ‘নেপালের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ বিকেল ৩টায় দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণবশত অনুশীলন সেশনটি আপাতত স্থগিত করা হয়েছে। অনুশীলনের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

 

বাংলাদেশ অনুশীলন করতে না পারলেও আজ সকালে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন হয়েছে। 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন