কামরুল ইসলাম বাবু,
বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে নব প্রজন্মের সন্তানদের সঠিক আকিদায় ইসলামী শিক্ষা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে - দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা কার্ডিফ।
মানুষের জীবনের সর্বক্ষেত্রে ইসলামি ইলমের গুরুত্ব অপরিসীম। এজন্য বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে ৭ ই সেপ্টেম্বর সকাল ১১ টায় প্রচুরসংখ্যক ছাত্র ছাত্রী,অবিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনদের উপস্তিতিতে কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এর দোয়ার মাধ্যমে শুভ উদ্ভোধন হলো এই মাদ্রাসার।
ছাত্র ছাত্রীদের একে অন্যের সাথে পরিচিতি পর্ব শেষে
জালালিয়া মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মুক্তাদির এবং শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান এর যথাক্রমে সুরা ফাতিহা ও সুরা ইখলাস মশক্ব প্রদানের মাধ্যমে উদ্বোধনী ক্লাস উন্মোচন করা হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষক ও জেনারেল সেক্রেটারি মাওলানা আসাদুল ইসলাম ও দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসা কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি ও কার্ডিফ শাহজালাল মসজিদের ট্রাষ্টি কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, এর যৌথ পরিচালনায় উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসার সভাপতি আব্দুল হান্নান শহীদুল্লাহ্
মাদ্রাসার সহকারী শিক্ষক ও ট্রেজারার মাওলানা মিনহাজ উদ্দিন, এসিস্ট্যান্ট ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ার, ও প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি ক্বারী মোঃ মোজাম্মেল আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এছাড়াও মহতী মাহফিলে উপস্থিত হয়ে উন্মুক্ত আলোচনায় অংশনেন আনজুমানে আল ইসলাহ কার্ডিফ শাখার প্রেসিডেন্ট ক্বারী নুরুল ইসলাম, স্পোর্টস এন্ড রিক্রিয়েশন সেক্রেটারি শাহ গোলাম কিবরিয়া, নির্বাহী সদস্য আলহাজ্ব তৈমুছ আলী, নৌশাদ চৌধুরী, সৈয়দ কাহের, আব্দুল কাদির,
অজিহুর রহমান মিজান, বিলাল খান, মোহাম্মদ বদরুল হক মনসুর, আমিনুর রহমান,ও মাইন উদ্দিন আহমেদ সহ প্রমুখ অবিভাবকবৃন্দ।
বক্তারা কার্ডিফ দারুস সুন্নাহ উইকেন্ড মাদ্রাসাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করে বলেন,
মানুষের জীবনের সর্বক্ষেত্রে ইলমের গুরুত্ব অপরিসীম। দুনিয়াতে অনেক ইলম রয়েছে, যা সবার পক্ষে অর্জন করা সম্ভব নয়। তবে দ্বীনি ইলম তথা মানুষের স্রষ্টা, সৃষ্টির উদ্দেশ্য ও শেষ পরিণাম সম্পর্কে সকল মানুষের জানা আবশ্যক। এজন্য আল্লাহ রাববুল আলামীন দ্বীনী ইলম অর্জনকে ফরয করেছেন।
বক্তারা আরও বলেন, কোরআন ও হাদিসের আলোকে জ্ঞান অর্জনকে অপরিহার্য কর্তব্য বলা হয়েছে, যা ব্যক্তিকে দুনিয়া ও আখেরাতে মর্যাদা এনে দেয়। এই জ্ঞান মানুষকে ভালো-মন্দের পার্থক্য করতে শেখায়, আল্লাহর প্রতি ভয় সৃষ্টি করে এবং ইবাদতের ভিত্তি স্থাপন করে, যা ব্যক্তিকে পরকালে উচ্চ মর্যদায় উন্নীত করে।
উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠা করায় কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। প্রথম দিনেই উপস্থিতি ছিলো আশাব্যঞ্জক। অনেক অবিভাবকরা তাদের সন্তানদের ভর্তি করানোর পাশাপাশি,আগামী দিনে এই দ্বীনি প্রতিষ্ঠান এর অগ্রযাত্রায় উপস্থিত সবাই সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন।
উল্লেখ্য প্রতি শনিবার ও রবিবার সকাল ১০:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত ক্লাস হবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন