জিবি নিউজ | লন্ডন ||
ওয়েস্ট লন্ডন বাংলাদেশী ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক গ্রীষ্মকালীন ভ্রমনের আয়োজন সম্পন্ন হয়েছে।
গেলো ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার ইংলেন্ডের জনপ্রিয় দর্শনীয় স্থান ব্রাইটনের সমুদ্র সৈকতে এই গ্রীষ্মকালীন ভ্রমণের আয়োজন করা হয়।
আর এতে অংশ নেন ওয়েস্ট লন্ডন বাংলাদেশি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্য সহ কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গরা।
ভ্রমনের শুরুতেই বাসে উঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেম হক,এরপরেই শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা, এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুহিবুর রহমান ,হাউন্সলো কাউন্সিলের ডেপুটি মেয়র ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান জুনু ,সহ-সভাপতি সৈয়দ আব্দুল কাইয়ুম কায়ছার,শিক্ষা বিষয়ক সম্পাদক মশফিকুল বারী আশিক,কপ্ট মেম্বার মিরন মিয়া,আব্দুল কালাম, আজাদ মিয়া,ড: আজমল চৌধুরী সহ আরো অনেকে।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিবি নিউজ এর প্রধান সম্পাদক ও প্রকাশক রাকিব হোসেন রুহেল এবং শারাফাতুল ইসলাম ও সেম হকের যৌথ পরিচালনায় উক্ত গ্রীষ্মকালীন ভ্রমণের অনুষ্টানটি সাজানো হয়।
মনুমুগ্ধকর এই আয়োজন কে প্রাণবন্ধ করে তুলতে ছিলো, মিউজিক্যাল চেয়ার,রশি টানাটানি,বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগীতা এবং প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ।
প্রতিযোগীতায় যারা বিজয়ী হয়ে পুরষ্কৃত হয়েছেন: জাইম,ইফরাম,শাহিদ অহমদ, প্রমি,মিসেস জেসমিন।
সংগঠনের সাধারণ সম্পাদক ও হাউন্সলো কাউন্সিলের ডেপুটি মেয়র মুজিবুর রহমান জুনুর সৌজন্যে খাবার পরিবেশন করা হয়। আর এই খাবার পরিবেশন ও তত্বাবধানে ছিলেন সংগঠনের ভাইস ট্রেজারার ওয়াহিদ আহমদ পারভেজ,
পরে দুইজন প্রবীন ব্যক্তি ড: আজমল চৌধুরী,এবং সৈয়দ আব্দুল কাইয়ুম কায়ছার কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
পরিশেষে সংগঠনের সাথে জড়িত সদস্য যারা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামণা, এবং যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনায় দোয়া পরিচানা করা হয়।দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য মিয়া শামিম আহমেদ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন