জাফলংয়ে ঘুরতে গিয়ে ‘শুটার রিয়াজ’ গ্রে প্তা র

gbn

জিবি নিউজ প্রতিনিধি//

নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ২২ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ সিলেটে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের আলীরগ্রাম এলাকায় স্থানীয় জনতার সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

গ্রেপ্তার রিয়াজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাবুগঞ্জ এলাকার আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্ত্রী, মা ও দুই সন্তানকে নিয়ে জাফলং বেড়াতে আসেন রিয়াজ। এ সময় র‌্যাবের সদস্যরা তাকে ধরতে চেষ্টা করলে তিনি কৌশলে তার প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-ঘ ১৬-১৫১৯) সন্তানদের নিয়ে পালানোর চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে আলীরগ্রামে গিয়ে একটি বাড়ির বারান্দায় দুই শিশুকন্যাকে ফেলে রেখে পালাতে চান।

এ সময় দুই শিশুকে রেখে পালানোর ঘটনায় গ্রামবাসীর সন্দেহ হয়। তারা দ্রুত সড়কে ব্যারিকেড তৈরি করে রিয়াজকে ধাওয়া দেন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিয়াজ ও তার দুই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 


বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।


তিনি বলেন, গ্রেপ্তার রিয়াজ নারায়ণগঞ্জের বিভিন্ন থানার মোট ২২টি মামলার আসামি। এর মধ্যে অস্ত্র আইনে ৪টি, মাদক আইনে ৩টি, বিস্ফোরক আইনে ৩টি, চাঁদাবাজির ২টি, ডাকাতির ১টি এবং মারামারির ঘটনায় ৯টি মামলা রয়েছে। তাকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে রূপগঞ্জ থানা পুলিশ সিলেটের উদ্দেশে রওনা দিয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন