বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল : পাঠ‍্য পুস্তকে জেনারেল ওসমানীর জীবন ইতিহাস লিপিবদ্ধ করার দাবী

gbn

কে এম আবু তাহের চৌধুরী ||

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ১০৭তম জন্ম বার্ষিকী উপলক্ষে ১লা সেপ্টেম্বর সোমবার বঙ্গবীর ওসমানী মেমোরিয়েল ফাউণ্ডেশন ইউকের উদ্যোগে পূর্ব লণ্ডনের মাইক্রো বিজনেস পার্কে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।সংগঠণের সভাপতি আলহাজ্ব কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোহাম্মদ গোলাম রব্বানী ও যুগ্ম সম্পাদক খান জামাল নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠণের সিনিয়র সহ সভাপতি কে এম আবুতাহের চৌধুরী ।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ‍্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সুলুক আহমদ ।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কমিউনিটি নেতা ডঃ হাসনাত এম হোসেন এমবিই ,বীর মুক্তিযোদ্ধা ও কোম্পানী কমাণ্ডার আহবাব হোসেইন চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা ও ওসমানী ট্রাস্টের সভাপতি আবুল কাশেম খান ,বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান ,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা ,বীর মুক্তিযোদ্ধা আমির খান ,বীর মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু ,সাবেক সিভিক মেয়র আব্দুল আসাদ ও আমেরিকান-বাংলাদেশ কালচারাল এসোসিয়েশনের সভাপতি সারোওয়ার চৌধুরী । সভায় আরো বক্তব‍্য রাখেন -বিশিষ্ট সাংবাদিক রহমত আলী ,সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ,বর্ণবাদ বিরোধী আন্দোলনের অন‍্যতম সংগঠক আব্দুল মুকিত ,সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী ,শেখ আব্দুল কুদ্দুস ,মশিউর রহমান মশনু ,প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মিজানুর রহমান নিজাম ,বালাগঞ্জ -ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারী সৈয়দ তাজিদুর মান্নান ,গোলাম কিবরিয়া ,হাজী ফারুক মিয়া ,হাজী ফারুক মিয়া রায়কেলী ,সাংবাদিক আফসার উদ্দিন প্রমুখ ।সভায় পবিত্র কুরআন থেকে তেলাওত করেন ক্বারী হাবিবুর রহমান ও দোয়া পরিচালনা করেন মাওলানা জিল্লুর রহমান । সভায় বক্তারা বলেন - জেনারেল এম এ জি ওসমানীকে আজ পর্যন্ত সঠিকভাবে মূল‍্যায়ন করা হয়নি ।ওসমানী ছিলেন সারা বিশ্বের একজন শ্রেষ্ঠ সমর নায়ক ।মুক্তিযুদ্ধে তাঁর সঠিক নেতৃত্ব ও রণকৌশল বাংলাদেশকে মাত্র নয় মাসে স্বাধীন করা সম্ভব হয়েছিল ।ওসমানী সাহেবের বীরত্ব গাঁথা ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে ।এ জন‍্য পাঠ‍্য পুস্তকে জেনারেল ওসমানীর সঠিক ইতিহাস লিপিবদ্ধ করার দাবী জানানো হয় । সভায় রাষ্ট্রীয়ভাবে জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত‍্যু দিবস প্রতি বছর পালনের জন‍্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় ।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন