ম্যাচ জিতিয়েও তাসকিন বললেন, ‘অনেক লম্বা পথ বাকি’

gbn

ব্যাটিং সহায়ক উইকেটে সবে ঝড় তুলেছিলেন নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’ডাউড। অন্যপাশে বিক্রমজিত সিং খোলসবন্দি থাকলেও বড় সংগ্রহের দিকে দলকে টানছিলেন তিনি। ৩ ওভারে বিনা উইকেটে ২৫ রান তুলে ফেলে সফরকারীরা। এরপর তাসকিন আহমেদের আস্থার হাতে বল ধরিয়ে দেন অধিনায়ক লিটন দাস।

নিজের করা প্রথম বলেই তো উইকেট তোলেনই, পরে আরো ৩ শিকার ধরেন এই ডানহাতি পেসার। ব্যাটারদের জন্য সহায়ক পিচেও সব মিলিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনি। তবুও অনেক লম্বা পথ বাকি বলে মনে করছেন তাসকিন।

 

৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল তাসকিনের আগুনঝরা বোলিংয়ের কল্যাণে মাত্র ১৩৬ রানে থামে ডাচদের ইনিংস।

সহজ এই পথ ৮ উইকেট ও ৩৯ বল হাতে রেখেই পাড়ি দেন বাংলাদেশের ব্যাটাররা। দীর্ঘ চোট কাটিয়ে কিছুদিন আগে ফিরে ছন্দের খোঁজে থাকা তাসকিন নিজেকে নিয়ে বললেন, ‘ছন্দ পেতে একটু কষ্ট হচ্ছিল। এখন ভালো হচ্ছে। গত কয়েক সপ্তাহে কিছু কষ্ট করছি।

আস্তে আস্তে উন্নতি হচ্ছে। এখনও লম্বা পথ বাকি। আরও ভালো হবে আশা করি। এটাই প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছি যেন সামনে আরও ভালো হতে থাকে।’

 

সামনে এই ধারাবাহিকতা ধরে রাখাতেই দৃষ্টি ৩০ বছরের এই বোলারের, ‘প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচে চাপ থাকেই।

প্রতিপক্ষ যেই হোক। আসলে টি-টোয়েন্টিতে এক ওভারেই ছন্দ বদলে দিতে পারে। আমাদের সবার দায়িত্ব কতটা পালন করতে পারছি সেটাই বড় বিষয়। টিম মিটিংয়ে সবাই যেভাবে কথা বলি সবাই সবার ক্ষেত্রে সৎ। অনেক মেহনত করে চলেছে সবাই। সামনে অনেক খেলা, এশিয়া কাপের পর আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ। এই ধারাবাহিকতা থাকলে অনেক ভালো কিছু হতে যাচ্ছে।’

 

তাসকিনের মঞ্চে প্রত্যাবর্তন রাঙিয়েছেন সাইফ হাসান। প্রায় ৪ বছর পর মূল জাতীয় দলে ফিরে ২ উইকেট শিকার করেন এই খণ্ডকালীন অফ স্পিনার। পরে ব্যাট হাতেও তাণ্ডব চালান তিনি। চারে নেমে ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন। দেখে বোঝার উপায় নেই এই দীর্ঘ সময় তিনি দলের বাইরে ছিলেন। এদিন সাইফের পাশাপাশি অধিনায়ক লিটন দাসের ২৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসের প্রশংসাও করলেন তাসকিন।

এই পেসার বললেন, ‘সাইফের ভালো অবদান ছিল। বোলিংয়েও ২ উইকেট নিয়েছে। ব্যাটিংয়েও ভালো শেষ করেছে। লিটনও ভালো করেছে। লিটনের ফর্মে থাকাটা আমাদের দলের জন্য অনেক জরুরি। এখন মাশাআল্লাহ অনেক ভালো ফর্মে আসছে। ভালো ব্যাটিং করছে এটাও দেখছি। ধারাবাহিকতা থাকলে সামনে ভালো কিছু আসবে। স্পোর্টিং কন্ডিশনে যেকোনো এক পক্ষকে দিয়ে জেতা সম্ভব না। সবই লাগে। আমাদের জন্য ভালো ব্যাটিংয়ে বোলিংয়ে সব জায়গায় ভালো হচ্ছে।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন