হাসারাঙ্গাকে নিয়েই এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার

gbn

এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন লেগস্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি হাসারাঙ্গাকে। আশা করা হচ্ছে, এশিয়া কাপে ফিট হয়ে ফিরবেন লেগস্পিন অলরাউন্ডারকে।

 

হাসারাঙ্গা দলে ফিরেছেন জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকা দুশান হেমন্তার জায়গায়। এছাড়া জিম্বাবুয়ে সিরিজে থাকা অনভিষিক্ত ব্যাটার বিশেন হালাম্বাগেকে বাদ দেওয়া হয়েছে এশিয়া কাপের স্কোয়াড থেকে।

বাংলাদেশের কাছে সিরিজ হারা দলের চার সদস্যকে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা। বাদ পড়া ক্রিকেটাররা হলেন- অভিষ্কা ফার্নান্ডো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভান্ডারসে ও ঈশান মালিঙ্গা। নতুন করে দলে এসেছেন ব্যাটার নুয়ানিদু ফার্নান্ডো ও কামিল মিশারা, আর ফাস্ট বোলার দুশমন্থা চামিরা।

 

ফাস্ট বোলিং অপশনে ফিরেছেন চামিকা করুনারত্নে, আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রয়েছেন দাসুন শানাকা।

দলে নেই অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজকে। লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) এমন সিদ্ধান্তে মনে হচ্ছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও ম্যাথিউজকে বিবেচনায় রাখা হবে না। এ বছর আগেই তিনি টেস্ট থেকে অবসর নিয়েছেন, যদিও সাদা বলের ক্রিকেটে খেলতে আগ্রহী ছিলেন।

দলে আরও রয়েছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার দুনিথ ওয়াল্লালাগে। এর অর্থ হলো- এশিয়া কাপে শ্রীলঙ্কার হাতে থাকবে তিনজন প্রধান স্পিন অপশন- হাসারাঙ্গা, মাহিশ থিকশানা ও ওয়াল্লালাগে।

 

শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৩ সেপ্টেম্বর, বাংলাদেশের বিপক্ষে। এর আগে তারা ২০২৩ সালের এশিয়া কাপের ফাইনালে উঠেছিল এবং ২০২২ সালের আসরটি জিতেছিল।

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড:

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লালাগে, চামিকা করুনারত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থ চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, মাথিসা পাথিরানা

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন