পূর্ব লন্ডনে জাতীয় শোক দিবস পালন

gbn

বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সুত্রে গাঁথা আর ধানমন্ডি ৩২ নম্বর হচ্ছে বাংলাদেশের ইতিহাস আর স্বাধিনতা আন্দোলনের সূতিকাগার। এগুলিকে কখন কোনভাবেই বাঙ্গালীর হৃদয় থেকে মুছে ফেলা যাবেনা, ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দ এইকথা বলেন।

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্দুগে এক আলোচনা সভা গত ২১ আগস্ট বিকালে পূর্ব লন্ডনের একটি হল রুমে সংগঠনের সভাপতি সাবেক মেয়র জনাব সেলিম উল্লাহর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মুস্তফিজুর রহমানের পরিচালনায় অনুস্টিত হয়। সভার শুরুতে কুরান তেলাওয়াত করেন হাফিজ মোঃ জিলু খান। সভায় বক্তারা ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। স্বাধিন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবধু শেখ মুজিবুর রহমানসহ হত্যাকাণ্ডে নিহত সকলের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।



সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও রাজনিতিবিদ এডভোকেট শাহ ফারুক আহমেদ, সহ-সভাপতি ডক্টর আনসার আহমেদ উল্লাহ, সহ-সভাপতি ডক্টর আনিছুর রহমান আনিছ, সহ-সভাপতি জামাল আহমেদ খান, নারী নেত্রী মিফতাউল নুর, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রিয় যুবলীগ নেতা ফজলে রাব্বি স্মরন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য খন্দকার তারেক রায়হান, ঢাকা বার সামিতির ক্রীড়া সম্পাদক এডভোকেট ওয়াকিলুর রহমান, এডভোকেট সগির আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি খালেদ আহমেদ রাজ, আব্দুস সাত্তার, লন্ডন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি শফিক আহমেদ, সাবেক যুবলীগ নেতা আহমেদ ফকর কামাল, সেলিম আহমেদ চৌধুরী, মতবির হুসেন চুনু, সাংবাদিক শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, আব্দুল খালিক সহ অনেকে।

 



সভায় বক্তারা জাতীয় শোক দিবসের আলোচনায় শোককে শক্তিতে রুপান্তরিত করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রবাসী নেত্রীবৃন্দকে ঐক্যবদ্ধ কাজ করার আহবান জানান।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন