এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে আর বাধা রইলো না ভারতের

gbn

পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না ভারত, যাবে না পাকিস্তান সফরেও। তবে বহুজাতিক ইভেন্টে যদি পাকিস্তান অংশ নেয়, সেক্ষেত্রে ভারতীয় ক্রীড়াবিদ ও দলগুলো অংশগ্রহণ করতে পারবে। একই নিয়মে পাকিস্তানি ক্রীড়াবিদরাও ভারতে আয়োজিত বহুজাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ভারতীয় ক্রীড়াবিদরা পাকিস্তানে আয়োজিত বহুজাতিক ইভেন্টে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

 

এই সিদ্ধান্তের ফলে এশিয়া কাপে খেলার পথে আর কোনো বাধা রইলো না ভারতের। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার কথা।

গত এপ্রিলে পাহেলগাম সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে সীমিত আকারে যুদ্ধের পর এটিই হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের প্রথম ক্রিকেট ম্যাচ।

 

একই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ হতে পারে তিনবার (ফাইনালে ওঠা সাপেক্ষে)। যেহেতু ভারত সরকার অনুমোদন দিয়েছে, তাই সমর্থকরা জমজমাট এক এশিয়া কাপ লড়াই উপভোগের অপেক্ষা করতেই পারেন।

এর আগে অনেক মহল থেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রীড়া সম্পর্ক ছিন্ন করার দাবি ওঠে। জুলাই মাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে দুই দেশের সাবেক খেলোয়াড়দের ম্যাচ বাতিল হয়েছিল। এমনকি ভারতীয় চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে পাকিস্তানি চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলায় অংশ না নিয়ে ম্যাচটি বয়কট করে।

তবে সরকারের নতুন দিকনির্দেশনা অনুযায়ী, এখন ভারতীয় দলের এশিয়া কাপে অংশ নিতে কোনো বাধা নেই। মূলত এশিয়া কাপটি ভারতে হওয়ার কথা থাকলেও জুলাইয়ে সেটি স্থানান্তর করে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়।

 

 

 

এর আগে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারতে গিয়েছিল পাকিস্তান। তবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও সে দেশে গিয়ে খেলেনি ভারত। ভারতের ম্যাচগুলো হয়েছে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন