জিসিএসই পরীক্ষায় লন্ডন ইস্ট একাডেমির শিক্ষার্থীদের অসাধারণ সাফল্য লাভ

gbn

লন্ডন, ২১ আগস্ট ২০২৫ ||

 এবারের (২০২৫) জিসিএসই পরীক্ষায় লন্ডন ইস্ট একাডেমির শিক্ষার্থীরা অসাধারণ ফলাফল লাভ করেছে। এই ফলাফলকে স্কুলের ইতিহাসে সেরা সাফল্য হিসেবে চিহ্নিত করেছে স্কুল কর্তৃপক্ষ । ২১ অগস্ট বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে স্কুলের শিক্ষার্থীদের শীর্ষ গ্রেড পাওয়ার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে ।
এ বছর ৬২ শতাংশ শিক্ষার্থী ইংরেজি ও গণিতসহ পাঁচটি বিষয়ে গ্রেড ৫ বা তার চেয়ে বেশি অর্জন করেছে, যা ২০২৪ সালের ৪৭ শতাংশ থেকে একটি উল্লেখযোগ্য উন্নতি এবং জাতীয় গড় ৫২ শতাংশ থেকেও অনেক বেশি । এছাড়া, ৯৩ শতাংশ শিক্ষার্থী অন্তত পাঁচটি বিষয়ে গ্রেড ৪ বা তার চেয়ে বেশি পেয়েছে, যেখানে জাতীয় গড় মাত্র ৬৭ শতাংশ ।
শিক্ষার্থীরা ইংরেজি ও গণিতে দুর্দান্ত ফলাফল অর্জন করেছে। ৬৭ শতাংশ শিক্ষার্থী গ্রেড ৫ বা তার চেয়ে বেশি অর্জন করেছে, যা গত বছরের ৫০ শতাংশ থেকে অনেক বেশি এবং জাতীয় ফলাফলের তুলনায়ও এগিয়ে । শীর্ষ গ্রেড (গ্রেড ৭+) প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২০২৪ সালের ১৩ শতাংশ থেকে বেড়ে ২০২৫ সালে ২১ শতাংশে উন্নীত হয়েছে- যা জাতীয় পর্যায়ের ফলাফলের সমান।

স্কুলের সহকারী প্রধান শিক্ষক ও ইংরেজি বিভাগের প্রধান মুবারক এক প্রতিক্রিয়ায় বলেন, এ বছর আমাদের শিক্ষার্থীরা যে চমৎকার ফলাফল অর্জন করেছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত । আমি তাদের কঠোর অধ্যাবসায় ও ধৈর্যের জন্য অভিনন্দন জানাই এবং আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ যে, তিনি সাফল্য দান করেছেন । এই অর্জন আমাদের শিক্ষকদের শিক্ষাদান এবং অভিভাবকদের সহযোগিতার প্রতিফলন । তিনি আরো বলেন, ইংরেজি বিভাগের প্রধান হিসেবে আমি বিশেষভাবে আনন্দিত যে, আমাদের শিক্ষার্থীরা ইংরেজি ভাষা ও সাহিত্যে ধারাবাহিকভাবে উন্নতি করছে।

এ বছর মূল এবং বিশেষায়িত উভয় বিষয়ে অসাধারণ পারফরম্যান্স দেখা গেছে । ইংরেজি ও গণিতে অসাধারণ ফলাফলের পাশাপাশি বিজ্ঞান, কম্পিউটিং, ইতিহাস এবং ইসলামি স্টাডিজে নাটকীয় উন্নতি হয়েছে । আরবী যে স্কুলের একটি শক্তিশালী সাবজেক্ট তা শিক্ষার্থীদের চমৎকার ফলাফলে আবারও প্রমানিত হয়েছে।
শিক্ষার্থীরাও তাদের সাফল্যে উচ্ছ্বসিত। তালহা রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, আমি সব বিষয়ে ভালো ফলাফল অর্জন করেছি । আমি আমার ফলাফলে খুশি এবং আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমি লন্ডন ইস্ট একাডেমিকে মিস করব কিন্তু জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য মুখিয়ে আছি।”

শিক্ষকরাও আনন্দ ও গর্বের সঙ্গে ফলাফলকে স্বাগত জানিয়েছেন । আরবী বিভাগের প্রধান শিক্ষক নাসরুল্লাহ বলেন  “আলহামদুলিল্লাহ, এ বছর আমাদের শিক্ষার্থীদের আরবীতে অসাধারণ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত । শিক্ষার্থীদের ফলাফল তাদের অঙ্গীকার, আমাদের শিক্ষকদের নিবেদিতপ্রাণ প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার প্রমাণ । আল্লাহ তায়ালা যেন তাদের পড়াশোনায় অব্যাহত সাফল্য দান করেন।
স্কুলের হেড বয় রাফসান সিকদার তার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, এই ফলাফল পেয়ে আমি অত্যন্ত আনন্দিত । আলহামদুলিল্লাহ, আমি আর তালহা দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ের শিক্ষার্থী। আল-মিজান স্কুল থেকে শুরু করে লন্ডন ইস্ট একাডেমি পর্যন্ত আমরা একসঙ্গে পড়ছি । আমরা খুবই খুশি, আমাদের সহপাঠীদের অনুভূতিও একই । একসাথে আনন্দ উদযাপন করতে খুব ভালো লাগছে। আল্লাহর সাহায্যের পর আমরা আমাদের অভিভাবক ও শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমাদের সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন । এখন আমরা সিক্সথ ফর্ম শুরু করতে যাচ্ছি এবং আমাদের মধ্যে কয়েকজন একই সাথে সিক্সথ ফর্ম-ক্লাসে ভর্তি হবে।
প্রধান শিক্ষক এনামুল খান বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের এ বছরের সাফল্যে অত্যন্ত গর্বিত । এই ফলাফল আমাদের তরুণদের দৃঢ়তা ও কঠোর পরিশ্রম, আমাদের শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার প্রতিফলন । এত শিক্ষার্থীদেরকে তাদের সম্ভাবনা পূরণ করতে এবং একই সঙ্গে তাহফিজ ও ইসলামি শিক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকতে দেখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
লন্ডন ইস্ট একাডেমি তাদের সব শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতে সিক্সথ ফর্ম, উচ্চশিক্ষা এবং এর বাইরে তাদের উন্নতি দেখতে মুখিয়ে আছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন