দু’টি এ স্টার ও একটি এ গ্রেড লাভ : স্কুলের পক্ষ থেকে বাইক উপহার
কে এম আবু তাহের চৌধুরী ||
টাওয়ার হ্যামলেটসের বো বয়েজ সিক্সথ ফরম সেন্টারের ছাত্র বাংলাদেশী বংশোদ্ভূত নুবেল রহমান ( রাসেল) এ বছর এ লেভেল পরীক্ষায় অংক বিষয়ে এ স্টার গ্রেড ,ফিজিক্স বিষয়ে এ স্টার গ্রেড ও কেমেষ্ট্রি বিষয়ে এ গ্রেড লাভ করেছে । সে এ লেভেলে কলেজের মধ্যে টপ ফলাফল লাভ করেছে ।সে ম্যাথসে ৮৮% ও ফিজিক্সে ৭৭% মার্ক পেয়েছে ।নোবেল রহমানের এই অভূতপূর্ব ফলাফলে খুশী হয়ে কলেজের শিক্ষক মিঃ এডিমলা তাকে একটি ইলেকট্রিক বাইক উপহার দিয়েছেন ।প্রধান শিক্ষক ও মাতা পিতা তার এ সাফল্যে খুশী হয়েছেন ।
নোবেল রহমান পপলারের টেভিয়ট স্ট্রীটে বসবাসকারী আতাউর রহমান বাবুল শেখ ও মিসেস নুরফুল বেগমের কনিষ্ট পুত্র ।তারা সিলেট শহরের আখালিয়ার অধিবাসী । নোবেল হরউড ইস্টেইট বাংলা স্কুলের ছাত্র ছিল ।এ স্কুলের সাবেক শিক্ষক ,কমিউনিটি সংগঠক ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী এবং বিশিষ্ট সমাজসেবী আব্দুল আউয়াল তার পপলারের বাসায় গিয়ে তাকে ধন্যবাদ জানান ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন