মৌলভীবাজারের কুলাউড়ায় খেলার মাঠ সংস্কার ও স্টেডিয়ামের দাবির পক্ষে ‘জনজোয়ার’

gbn

কুলাউড়া প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় দ্রুততম সময়ে স্টেডিয়াম নির্মাণ এবং নবীন চন্দ্র (এন.সি) সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।


বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটরিয়ামের সামনে এ কর্মসূচি পালিত হয়।

 

 

এতে উপজেলার প্রায় ৮০টি ক্রীড়া ও সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনও এতে একাত্মতা প্রকাশ করে। প্রায় ৫ শতাধিক মানুষ এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
 

ক্রীড়া সংগঠক আব্দুল কাইয়ুম মিন্টুর সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান, সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খাঁন, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সাইফুল আলম চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, সাংবাদিক এম মছব্বির আলীসহ বিভিন্ন ক্রীড়া, সামাজিক সংগঠক ও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ।
 

বক্তারা বলেন, সিলেট বিভাগের ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি কুলাউড়া হলেও আজও এখানে একটি স্টেডিয়াম নির্মিত হয়নি। এটি শুধু দাবি নয় আমাদের অধিকার। স্টেডিয়াম ছাড়া তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশ ব্যাহত হচ্ছে।

 

বক্তারা আরও বলেন, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের মাঠটি কুলাউড়ার ঐতিহ্যবাহী খেলার মাঠ। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় মাঠটি এখন প্রায় খেলাহীন হয়ে পড়েছে। মাঠ সংস্কার না হলে যুব সমাজ খেলাধুলা বিমুখ হয়ে অপরাধ ও মাদকের দিকে ঝুঁকে পড়তে পারে।
 

বক্তারা দ্রুত মাঠ সংস্কার ও স্টেডিয়াম নির্মাণে সরকারের হস্তক্ষেপ কামনা করে সতর্ক করেন- দাবি আদায় না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

পরে বর্তমান ও সাবেক ক্রীড়াবিদরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি জমা দেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন