এনডিপির ৩ যুগ পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

gbn

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি -এনডিপি-র প্রতিষ্ঠার ৩৬ বছর পূর্তি তথা ৩ যুগ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) বেলা ১২টায় গুলশান-২ এ এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা। তিনি বলেন,

“আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এনডিপির ৩ যুগ পূর্তি উদযাপন সফলভাবে সম্পন্ন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে এনডিপি অংশগ্রহণ করবে এবং সারাদেশে যোগ্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। আমরা ঐক্যবদ্ধ না থাকলে যেকোনো সময় ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আবু সাঈদ, মীর মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ—তাই সবাইকে সজাগ থাকতে হবে।”

সভায় এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান,

আগামী ১০ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে ৩ যুগ পূর্তি উপলক্ষে মহাসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

জেলা ও মহানগরে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম হাতে নেওয়া হবে।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এনডিপির প্রেসিডিয়াম সদস্য নাজমুন নাহার মিনতি, ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, অর্থ সম্পাদক মোস্তফা ফারহান মেহেদী, যুগ্ম মহাসচিব রাজু আহমেদ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা রাজু, মইনু উদ্দীন প্রমুখ।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ৩ যুগ উদযাপন কমিটি গঠন করা হয়। এনডিপির ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামানকে আহ্বায়ক এবং দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা রাজুকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন দলের মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা।

নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এনডিপির এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করে তুলবে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন