লাগেজে ইলিশ পচে দুর্গন্ধ-তেলাপোকা, ফ্লাইট আটকে দিলো রোম

gbn

জিবি নিউজ24ডেস্ক//

ঢাকা থেকে নির্ধারিত সময়েই ইতালির রোমের উদ্দেশ্যে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। রোমে পৌঁছে যাত্রী নামিয়ে একই উড়োজাহাজে ফের ঢাকা ফেরার প্রস্তুতি নেন বিমানের সংশ্লিষ্টরা। ঢাকার যাত্রীরাও নির্ধারিত সময়ে উড়োজাহাজে উঠে বসেন। কিন্তু দীর্ঘ চার ঘণ্টা পরও উড়োজাহাজ ছাড়ছে না। ঠিক কী কারণে ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে, তাও স্পষ্ট করে জানতে পারছেন না যাত্রীরা।

পরে জানা গেলো, ঢাকা থেকে রোমে যাওয়ার সময় এক যাত্রী ওই ফ্লাইটে লাগেজে কাঁচা ১১টি ইলিশ মাছ নিয়েছেন। দীর্ঘ সময় লাগেজে থাকায় তা পচে গেছে। পরে লাগেজ যখন বেল্টে দেওয়া হয়, তখন লাগেজ থেকে তেলাপোকা ছড়িয়ে যায়। এছাড়া আরও কয়েকজন যাত্রী রান্না করা খাবার লাগেজে করে রোম নিয়ে যান। এসব খাবার থেকে তেল গড়িয়ে রোম বিমানবন্দরের বেল্টে পড়ে। এমন পরিস্থিতি দেখে বিমানের ফিরতি ফ্লাইট আটকে দেয় রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপর বিমানের ব্যাগেজ কনটেইনার পরিষ্কার বা জীবাণুমুক্ত করেন তারা। এরপরই উড়োজাহাজটি আকাশে উড়ার অনুমতি পায়।

 

এ ঘটনাটি গত মঙ্গলবারের (২৯ জুলাই)। তবে বৃহস্পতিবার (৩১ জুলাই) এ ঘটনাটি জানিয়ে ঢাকায় বিমানের সদর দপ্তরে একটি চিঠি দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোম স্টেশন ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। এ চিঠিতে যাত্রী ও ব্যাগেজ গ্রহণের সময় বিমানের সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, ওই দিন রোমের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় বিমানের বিজি-৩৫৫ ফ্লাইটটি অবতরণ করে। যাত্রী ব্যাগেজ দেওয়ার সময় ১০ নম্বর লাগেজ বেল্টে অসংখ্য তেলাপোকা, পোকামাকড় ও তীব্র দুর্গন্ধ পায় ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। তাৎক্ষণিকভাবে রোম বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যাগেজ ডেলিভারি স্থগিত করে। এরপর বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের একটি দল জীবাণুনাশক কার্যক্রম শুরু করে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে প্লেনের ব্যাগেজ কনেটইনার পোকামাকড় মুক্ত করে।

 

 

 

এদিকে ওই দিনই রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিজি-৩৫৫ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল। কিন্তু বিমানের উড়োজাহাজটির ব্যাগেজ কনটেইনার জীবাণুমুক্ত করতে প্রায় চার ঘণ্টা সময় লেগে যায়। এ সময় পর্যন্ত উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে ছাড়তে দেয়নি তারা। পরে সব কাজ শেষ করে রাত সোয়া ১১টায় উড্ডয়নের অনুমতি দেয় রোমের ফিউমিচিনো বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই সময় যাত্রীরা উড়োজাহাজের ভেতর আটকে ছিলেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন