মোদী সরকার ভারতের অর্থনীতি ধ্বংস করেছে, ট্রাম্প ঠিক বলেছেন: রাহুল

gbn

ভারতের অর্থনীতি নিয়ে তীব্র সমালোচনা করে ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, সমগ্র বিশ্ব জানে ভারতের অর্থনীতি মৃত, শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ছাড়া।

বৃহস্পতিবার (৩১ জুলাই) লোকসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কংগ্রেস নেতা রাহুল বলেন, তিনি (ট্রাম্প) ঠিকই বলেছেন। আমি খুশি যে ট্রাম্প সত্যটা বলেছেন। বিজেপি ভারতের অর্থনীতি ধ্বংস করেছে। কেন করেছে? আদানিকে সাহায্য করতে।

 

এর আগে বুধবার (৩০ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও রাশিয়ার অর্থনীতি ‘মৃত’ বলে অভিহিত করে বলেন, তারা চাইলে একসঙ্গে তাদের মৃত অর্থনীতি ধ্বংস করুক, আমার কিছু যায় আসে না। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, শুক্রবার (১ আগস্ট) থেকে ভারতের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, সঙ্গে অতিরিক্ত জরিমানাও।

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারত সরকার জানিয়েছে, তারা জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। তবে ট্রাম্পের ভাষায় রাহুল গান্ধী আরও এক ধাপ এগিয়ে বলেন, মোদী সরকার ভারতের অর্থনীতি, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিকে ধ্বংস করেছে। তারা দেশ চালাতে জানে না, দেশকে ডুবিয়ে দিচ্ছে।

 

এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) সংসদে ‘পহেলগাম হামলা’ ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনায় রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী যেন সাহস করে সংসদে দাঁড়িয়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলছেন। ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ থামাতে তিনি মধ্যস্থতা করেছিলেন।

মোদী অবশ্য তার জবাবে বলেন, কোনো বিশ্বনেতা অপারেশন সিঁদুর থামানোর অনুরোধ করেননি। তবে তিনি সেসময় ট্রাম্পের নাম নেননি। জানা গেছে, ট্রাম্পের ঘোষণার পর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বুধবার (৩০ জুলাই) জানায়, তারা শুল্কের প্রভাব ও পরিণতি বিশ্লেষণ করছে।

রাহুল আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, আমাদের পররাষ্ট্রনীতি চমৎকার। অথচ একদিকে যুক্তরাষ্ট্র ভারতকে খোঁচা দিচ্ছে, অন্যদিকে চীন আমাদের ঘাড়ের ওপর। পাকিস্তানকে দোষারোপ করলেও, আপনি যখন বিদেশে প্রতিনিধি পাঠান, তখন কোনো দেশই পাকিস্তানকে নিন্দা করে না। আসলে তারা জানেনই না, কীভাবে দেশ চালাতে হয়। একেবারে বিভ্রান্তি চলছে।

 

রাহুল প্রশ্ন রাখেন, ট্রাম্প বলেছে, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এখন বলছে ২৫ শতাংশ শুল্ক। কখনো ভেবে দেখেছেন কেন মোদী এর জবাব দিতে পারছেন না? কে নিয়ন্ত্রণে আছে? ব্যাপারটা বুঝুন।

বৃহস্পতিবার এক্সে (পূর্বে টুইটার) দেওয়া বিবৃতিতেও রাহুল গান্ধী বলেন, ভারতের অর্থনীতি মৃত। মোদী তা হত্যা করেছেন।

তিনি লিখেছেন, আদানি-মোদী জোট, নোটবন্দি, ত্রুটিপূর্ণ জিএসটি, ব্যর্থ ‘অ্যাসেম্বল ইন ইন্ডিয়া’, ক্ষুদ্র ব্যবসা ধ্বংস, কৃষকদের দমন সবকিছু মিলিয়ে ভারতের যুবসমাজের ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন। কারণ দেশে কোনো চাকরি নেই।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন