গোপালগঞ্জের হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতাকর্মীদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ট্রাফিক মো. মোসফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) রাতে পুলিশ হেডকোয়াটার্সের অ্যাডিশনাল ডিআইজি অতিরিক্ত দায়িত্ব মিয়া মাসুদ করিমের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়, ১৭ জুলাই হেডকোয়াটার্সে রিপোর্ট করতে বলা হয়েছে।
এর আগে বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক একরামুল ইসলাম আবিরের নেতৃত্বে গোপালগঞ্জের হামলার ঘটনায় এনসিপি নেতা নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতাকর্মীদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় তাকে প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন