সীমান্ত হত্যা নিয়ে আমরা নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছি : পররাষ্ট্র উপদেষ্টা

gbn

পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, ‘সীমান্তে বাংলাদেশিদের হত্যা নিয়ে আমরা নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছি। এ নিয়ে জড়িত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের সদস্যদের যেন সে দেশের আইনেই বিচার করা হয়।’ 

বুধবার (১৬ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই আন্দোলনের ফটোগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমনটি বলেন।

সীমান্ত হত্যা নিয়ে এখন সরকার নমনীয় কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মোটেই নমনীয় নয়।

আমরা স্পষ্টভাবে বলছি যে সীমান্তে কেউ আইন ভঙ্গ করলে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার সীমান্তরক্ষী বাহিনীর নেই।’

 

তিনি বলেন, ‘আমরা এর বিচারও দাবি করেছি। যারা এই কাজ করছে, তাদের যেন ভারতীয় আইনে বিচার করা হয়। এটাই আমাদের অবস্থান।

আমরা নিয়মিত এ নিয়ে প্রতিবাদ জানিয়েও আসছি।’

 

বাংলাদেশে ভারতীয় নাগরিকদের পুশ-ইন করা হচ্ছে—তাদের ফেরত পাঠানো হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তাদের ফেরাতে আমাদের কোনো চেষ্টা করতে হবে না। তাদের নাগরিক, তারাই ফিরিয়ে নেবে। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই।

 

তিনি বলেন, ‘ভারতীয় নাগরিকদের পুশ-ইন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিবাদ জানিয়েছেন। ভারতের নাগরিক যারা আছেন, তারা অবশ্যই ফেরত যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তবে প্রসেস করতে একটু সময় লাগবে।’

বাংলাদেশে ভারতের পুশ-ইন অব্যাহত আছে। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘পুশ-ইন চলছে, তবে ভারতের সঙ্গে যে অ্যারেঞ্জমেন্ট আছে, এটি তার পরিপন্থী।

তাদের একাধিকবার বলেছি, তোমাদের সঙ্গে একটি মেকানিজম আছে। তোমরা তালিকা দেবে, আমরা সেটা দেখব।’

 

তিনি বলেন, ‘আমাদের লোক হলে আমরা অবশ্যই ফেরত নেব। আর অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা সম্প্রতি বেশ কিছু নাগরিককে ফেরত নিয়েছিও। আমরা ইনসিস্ট করছি, তারা যেন এই পদ্ধতি বজায় রাখে। আমাদের প্রত্যাশা এমনটাই।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন