Bangla Newspaper

স্বামী হৃতেশের নতুন মারাঠি ছবি ‘মউলি’তে জেনেলিয়া

26

জিবি নিউজ24 ডেস্ক //

জুটি বেঁধেই এসেছিলেন রুপালি পর্দায়। হৃতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার প্রথম ছবি ‘তুঝে মেরি কসম’। এরপর বিয়ে। স্বামী আর দুই ছেলে নিয়ে ভালোই কেটে যাচ্ছে জেনেলিয়ার সময়। দুই বছর আগে সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল ‘ফোর্স ২’-এ; যদিও সেটা ছিল অতিথি চরিত্র।

অবশ্য ২০১২ সালে বিয়ে করার পর থেকে রুপালি পর্দায় সাধারণত অতিথি চরিত্রেই বেশি দেখা গেছে জেনেলিয়াকে। চার বছর আগে স্বামী হৃতেশ দেশমুখ প্রযোজিত প্রথম মারাঠি ছবি ‘লাই ভারি’তে একটি গানেও অংশ নিয়েছিলেন। সেটায়ও ছিলেন অতিথি। চার বছর পর আবারও তাঁকে দেখা যাবে স্বামী হৃতেশের নতুন মারাঠি ছবি ‘মউলি’তে। এখানেও জেনেলিয়াকে একটি অতিথি চরিত্রেই দেখা যাবে।

Comments
Loading...