স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

gbn

দূতাবাসগুলোকে স্টুডেন্ট ভিসার অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী নির্ধারণ বন্ধ করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই ধরনের আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বিভিন্ন কূটনৈতিক পদে পাঠানো একটি স্মারকের অনুলিপিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদের বহাল থাকবে।

 

এতে বলা হয়েছে যে, শিক্ষার্থীদের ভিসার জন্য সোশ্যাল মিডিয়া যাচাইকরণের পরিধি আরও বাড়ানো হবে। এটি দূতাবাস এবং কনস্যুলেটগুলোর জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

আমেরিকার কিছু অভিজাত কলেজের সঙ্গে ট্রাম্পের বিরোধের মধ্যেই নতুন এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে দেশটির বেশ কিছু কলেজ ট্রাম্প বেশি বামপন্থি বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এদের মধ্যে কিছু ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষকে উৎসাহিত করা হয়েছে এবং বৈষম্যমূলক ভর্তি নীতি সমর্থন করা হচ্ছে।

 

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের দেখা স্টেট ডিপার্টমেন্টের স্মারকলিপিতে মঙ্গলবার মার্কিন দূতাবাসগুলোকে ভিসা প্রার্থী শিক্ষার্থীদের যাদের এখনো অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেওয়া হয়নি সেগুলো স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বলা হয়েছে যে, যাদের অ্যাপয়েন্টমেন্ট এরই মধ্যেই নির্ধারিত রয়েছে সেগুলোর কার্যক্রম চালু থাকবে।

​​​​​​​

 

 

কূটনৈতিক বার্তায় আরও বলা হয়েছে যে, পররাষ্ট্র দপ্তর সকল শিক্ষার্থী ভিসা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য ‘প্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং এবং ভেটিং সম্প্রসারণের’ প্রস্তুতি নিচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন