গাজা নিয়ে ‘সুসংবাদের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

gbn

গাজার পরিস্থিতি নিয়ে শিগগির ইতিবাচক অগ্রগতির সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে, ইরানের পারমাণবিক আলোচনা নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন তিনি।

রোববার (২৫ মে) নিউ জার্সি থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমার মনে হয়, ইরান নিয়ে কিছু ভালো খবর আসতে পারে, গাজা এবং হামাস নিয়েও।

 

তিনি আরও বলেন, আমরা দেখতে চাই, এটি বন্ধ করা যায় কি না, আর ইসরায়েলের সঙ্গেও আমরা কথা বলছি। পুরো পরিস্থিতিটাই থামানো যায় কি না, সেটা আমরা দেখতে চাই।

 

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে রোববার ইসরায়েলি বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। দখলদার বাহিনীর হামলায় রেড ক্রসের দুই কর্মী, এক সাংবাদিক এবং বেশ কয়েকজন শিশুও প্রাণ হারিয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে, গাজায় ৭০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন। এরই মধ্যে চার বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন নামের একটি শিশু খাদ্যের অভাবে মারা গেছে।

 

কর্মকর্তারা বলছেন, বুধবার থেকে ইসরায়েল গাজায় মাত্র ১০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে। গাজায় যে পরিমাণ খাদ্য সরবাহ করা প্রয়োজন তার তুলনায় এটা খুবই সামান্য।

 

 

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ৫৩ হাজার ৯৩৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৭৯৭ জন আহত হয়েছে। তবে সরকারি গণমাধ্যম মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি বলে জানিয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা হাজার হাজার মানুষ এখন আর বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন