মৌলভীবাজারে আরও ৩০ জনকে পুশইন, আটক করলো বিজিবি

gbn

মৌলভীবাজারের বড়লেখার নিউ পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আরও ১৬ জনকে আটক করেছে বিজিবি। এনিয়ে একদিনে মৌলভীবাজার থেকেই ৩০ জনকে আটক করা হলো।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিএসএফ তাদের পুশইন করে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। আটকদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এর আগে সকালে জেলার কুলাউড়ার মুরাইছড়া সীমান্তে নারী-শিশুসহ আরও ১৪ জনকে আটক করে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, নিউ পাল্লাথল এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়। এর মধ্যে ১৪ জন নারী ও দুজন পুরুষ।

 

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, বিজিবি আজকে আরও ১৬ জনকে আটক করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে।

 

 

 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম ১৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন