কে এম আবুতাহের চৌধুরী ||
দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের জালালপুর হাইস্কুলের ২৫ বছরের সিনিয়র শিক্ষক নেছারুল হক চৌধুরী ( বুস্তান চৌধুরী ) এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য এসেছেন। তিনি অবসরপ্রাপ্ত একজন প্রবীন শিক্ষক ও সমাজসেবী ।বিভিন্ন সামাজিক সংস্থার সাথে জড়িত । তিনি দুই টার্মে চার বছর জালালপুর হাই স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যন ছিলেন ।তিনি প্রবাসী বাঙালী কল্যনা সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি ও জালালাবাদ রোটারী ক্লাবের সিনিয়র সদস্য। তিনি সিলেটের প্রাচীন সংগঠণ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য ।গ্রাণ্ড মোস্তফা হোটেল আবাবিলের ডাইরেক ।ও দুর্নীতি মুক্ত করণ বাংলাদেশ ফোরামের উপদেষ্টা ।তিনি গণদাবী পরিষদ সিলেট এবং গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন সিলেট এর সহ সভাপতি । জনাব বুস্তান চৌধুরী সিলেট শহরের দরগা গেইটস্থ গ্রাণ্ড মোস্তফা হোটেল আবাবিলের এক্সিকিউটিভ ডাইরেক্টর ।
তাঁর পিতা মরহুম শফিকুল হক চৌধুরী ছিলেন জালালপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যন ।যুক্তরাষ্ট্রে বসবাসরত কমিউনিটি নেতা গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সাধারন সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল হচ্ছেন তাঁর ছোট ভাই । যারা যোগাযোগ করতে চান তাদেরকে 07405 650445 ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে ।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন