‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল , ড. ইউনূসের সঙ্গে বৈঠক

gbn

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম পুনরায় চালুর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি ইউএই থেকে বিভিন্ন খাতে আসা বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

বুধবার (৭ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএইয়ের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা তাদের ধন্যবাদ ও স্বাগত জানান।

 

এর আগে প্রতিনিধিদলের সদস্যরা বিকেল ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তাদের স্বাগত জানান।

প্রতিনিধিদলে আরও ছিলেন- ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলি আল সায়েঘ এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুল রহমান আল হাওয়ি।

 

বৈঠককালে শেখ নাহায়ান বলেন, আমি আমাদের রাষ্ট্রপতির নির্দেশে একাত্মতা প্রকাশ এবং বন্ধুত্বের বার্তা নিয়ে বাংলাদেশে এসেছি। সাম্প্রতিক সময়ে আমাদের দুই দেশের মধ্যে যে ঘনিষ্ঠ সংলাপ হয়েছে, তা আমরা অত্যন্ত প্রশংসা করি। বিনিয়োগ থেকে শুরু করে ভিসা—সবক্ষেত্রেই আমরা সহযোগিতা করতে প্রস্তুত।

‘বন্ধুত্বের বার্তা’ নিয়ে ঢাকায় আমিরাতের প্রতিনিধিদল

প্রধান উপদেষ্টা বলেন, আমরা আপনাদের এই বন্ধুত্বপূর্ণ অঙ্গীকারকে আন্তরিকভাবে স্বাগত জানাই। শিল্প, বাণিজ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আমরা উৎসাহিত।

 

ভিসা ইস্যুতে অগ্রগতির বিষয়ে তিনি বলেন, আপনাদের ধন্যবাদ জানাই এই দরজা খোলার জন্য। এখনো কিছু পদক্ষেপ বাকি রয়েছে। আশা করি আমরা একসঙ্গে কাজ করে সেগুলো দ্রুত সমাধান করতে পারবো।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য দলগত ভিসা দ্রুত ইস্যু করা হচ্ছে। দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা আবেদন ব্যবস্থা পুনরায় চালু করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়।

এরই মধ্যে বিপণন ব্যবস্থাপক, হোটেল কর্মীসহ বিভিন্ন পেশারকর্মীদের জন্য ভিসা ইস্যু করা হয়েছে। নিরাপত্তা রক্ষীদের জন্য ৫০০টি ভিসা দেওয়া হয়েছে এবং আরও এক হাজার ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

 

 

 

বৈঠকে ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আবদুল্লাহ আলি আল হামোদি এবং আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিনিধিদলটি ঢাকা ত্যাগ করেছে।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন