টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে মালদ্বীপ প্রেসিডেন্টের বিশ্বরেকর্ড

gbn

প্রায় ১৫ ঘণ্টাব্যাপী এক দীর্ঘ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু। তার কার্যালয় রোববার (৪ মে) জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুর এই সংবাদ সম্মেলনটি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আগের রেকর্ড ভেঙে দিয়েছে।

৪৬ বছর বয়সী মুইজ্জু শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় সংবাদ সম্মেলন শুরু করেন এবং তা মধ্যরাত পেরিয়ে ১৪ ঘণ্টা ৫৪ মিনিট পর্যন্ত চলে। নামাজের বিরতি ছাড়া বাকিটা সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে গেছেন।

​​​​​​​

প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সংবাদ সম্মেলন মধ্যরাতের পরেও চলেছে — যা কোনো রাষ্ট্রপ্রধানের সবচেয়ে দীর্ঘ সংবাদ সম্মেলনের বিশ্বরেকর্ড।

 

২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের জাতীয় রেকর্ড সংস্থা জানায়, প্রেসিডেন্ট জেলেনস্কি ১৪ ঘণ্টার এক সংবাদ সম্মেলন নিয়ে আগের সাত ঘণ্টার রেকর্ডধারী বেলারুশের শাসক আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে ছাড়িয়ে গিয়েছিলেন।

মালদ্বীপ সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট মুইজ্জুর এই দীর্ঘ সংবাদ সম্মেলনটি বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, তিনি সমাজে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে তথ্যভিত্তিক, ভারসাম্যপূর্ণ ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছেন।

 

এ সময় প্রেসিডেন্ট মুইজ্জু সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের পাঠানো প্রশ্নেরও উত্তর দেন।

২০২৩ সালে ক্ষমতায় আসা মুইজ্জু আরও জানিয়েছেন, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) প্রকাশিত ২০২৫ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে মালদ্বীপ দুই ধাপ এগিয়ে ১৮০ দেশের মধ্যে ১০৪ নম্বরে উঠে এসেছে।

তার এই সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিল প্রায় দুই ডজন সাংবাদিক। সংবাদ সম্মেলন চলাকালে তাদের খাবার সরবরাহ করা হয়েছিল।

 

 

 

এর আগে, ২০০৯ সালে মুইজ্জুর এক পূর্বসূরি মালদ্বীপের সমুদ্রপৃষ্ঠ উচ্চতার ঝুঁকি তুলে ধরতে পানির নিচে মন্ত্রিসভার বৈঠক আয়োজন করে আরেকটি বিশ্বরেকর্ড গড়েছিলেন। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশীদ ও তার মন্ত্রিসভার সদস্যরা স্কুবা গিয়ারে সজ্জিত হয়ে ভারত মহাসাগরে ডুব দিয়ে সেই বৈঠক করেন, যা সরাসরি সম্প্রচারিত হয়।

 

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন