দেশের ক্রিকেটে নতুন তারকা! দ্রুততম দুই সেঞ্চুরির রেকর্ড জাওয়াদের

gbn

জাওয়াদ আবরার কি দেশের ক্রিকেটে নতুন তারকা হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন? ঢাকা প্রিমিয়ার লিগে নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে বেশ কয়েকটি ইমপ্যাক্টফুল ইনিংস খেলে নজরে এসেছিলেন। এবার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে রেকর্ডই গড়ে ফেললেন এই যুবা।

শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচে দুই সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন জাওয়াদ। যার সবশেষটি এসেছে আজ (শনিবার) কলম্বো ক্রিকেট ক্লাবে, চতুর্থ যুব ওয়ানডেতে। এতে করে বাংলাদেশের যুব ক্রিকেটে দ্রুততম দুই সেঞ্চুরির রেকর্ড গড়েছেন আবরার। আট ইনিংসেই এখন দুই সেঞ্চুরির মালিক ডানহাতি এই ওপেনার।

 

১৫ ইনিংসে ২ সেঞ্চুরি করে এতদিন এই তালিকায় সবার ওপরে ছিলেন আরিফুল ইসলাম। এছাড়া মাহমুদুল হাসান জয় ১৬ ইনিংস, অমিত মজুমদার ১৭ আর পিনাক ঘোষ ২১ ইনিংসে দুই সেঞ্চুরি করে সেরা পাঁচে আছেন।

আজ ওপেনিংয়ে নেমে ১১৫ বলে ১৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১১৩ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন আবরার। যে ইনিংসে ভর করেই শ্রীলঙ্কা যুবদলের বিপক্ষে ৮ উইকেটে ৩৩৬ রানের পাহাড় গড়েছে বাংলাদেশ।

 

আবরার এক ম্যাচ আগেই এই লঙ্কানদের বিপক্ষে ১০৬ বলে ১৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ১৩০ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েছিলেন। পরের ম্যাচেও বাংলাদেশের জয়ে তার ছিল ৩৫ বলে ৩৮ রানের ইনিংস।

 

 

 

যেভাবে এগোচ্ছেন, তাতে আবরারের মধ্যে নতুন তারকা হওয়ার সব রসদ দেখা যাচ্ছে। এখন নিজেকে ধরে রাখতে পারলেই হয়!

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন