আমার পুলিশ আমার দেশ - বৈষম্যহীন বাংলাদেশ - সুন্দর শ্লোগান- আনসার উদ্দিন খান পাঠান

gbn

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক-'আমার পুলিশ আমার দেশ  , বৈষম্যহীন বাংলাদেশ '  সুন্দর শ্লোগান। শংকা জাগে , প্রার্থনা করি, আবার যেন কখনো  ' আমার দল , আমার পুলিশ '  এমনটিতে বদলে না যায় পুলিশ।

 

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে , ঢাক ঢোল পিটিয়ে পুলিশ সংস্কার কমিশন করা এবং তার প্রধান প্রস্তাবনা ' স্বাধীন পুলিশ কমিশন' গঠন আপাতত শিকেয় উঠেছে। সংস্কারটা এখন শুধু 'ঘরপোড়া পুলিশ' আর 'মার খাওয়া গণমানুষই' চাইছে কেবল। বাস্তবায়নের মূল কুশীলব রাজনৈতিক দল, আমলা এমনকি বর্তমান দলবিহীন সরকারও এবিষয়ে নির্বাক। প্রার্থিত কমিশন আর হচ্ছে বলে মনে হয় না। 

 

পুলিশ কমিশনের মূল উদ্দেশ্যই ছিল পুলিশকে রাজনীতি থেকে বিমুক্ত করা। রাজনীতির অতি সংশ্লেষ একটি জরুরী পরিষেবার সরকারি সংগঠনের কী সর্বনাশ করতে পারে , পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ পুলিশ তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ১৮৬১ সনে উপমহাদেশে প্রচলিত পুলিশ গঠনের পর এই প্রথম '২৪ এর ৫ আগষ্টে থানার দরজা বন্ধ হল , যা এমনকি স্বাধীনতা যুদ্ধের ৯ মাসেও হয়নি। দরজা বন্ধই শুধু নয় , জনরোষে মরল সাধারণ ছাপোষা কনষ্টেবল , পুড়লো প্রতিষ্ঠান ,ছাই হল গাড়িঘোড়া সরঞ্জাম,লুট হল অস্ত্র। বাঘা বাঘা পুলিশ অফিসাররা চাকরি আর বালবাচ্চা ফেলে জান নিয়ে পালালো , এখনও নেই হদিস।অনেকেরই সম্বল এখন কেবলমাত্র 'লোটা-বালিশ-কম্বল'।

 

স্বাধীন কমিশন হোক না হোক , অন্তত দলীয় তকমা নেয়া আর আইন ভেংগে কর্ম করার ইচ্ছে থেকে পুলিশ অফিসাররা এবার মুখ ফিরিয়ে নিক , চলমান পুলিশ সপ্তাহে একজন সাধারণ নাগরিক হিসেবে তাদের কাছে এই আমার এই আবদার।

 

দৃষ্টিকটু লেজুড়বৃত্তি যারা করেছে তারা পেয়েছিল অনেককিছুই, যেমন সীমাহীন দুর্নীতির লাইসেন্স, যথেচ্ছ ছড়ি ঘুরানোর ক্ষমতা, প্রার্থিত জায়গায় পোষ্টিং ধরে রাখা আর শতজনকে ডিংগিয়ে প্রমোশন বাগানো। এখন কোথায় তারা? আম ছালা সবই গেল! আর যারা ওসবের ধারেকাছে যায়নি , তারা তো এখন অন্তত শান্তিতে ঘুমুতে পারছেন। একজীবনে দিনশেষে এই শান্তিটুকুই বা কম কিসে? 

 

তাই বলব পুলিশ সপ্তাহের রঙিন ব্যানারে ফেষ্টুনে যা কিছুই লেখা থাক না কেন , বুকের মধ্যিখানের ব্যানারে এবার লেখা হোক, 'রাজনীতি করব না, পেশাদারিত্ব ছাড়ব না '।

 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন