বাংলাদেশে গণমাধ্যমের কন্ঠরোধ ও সাংবাদিক হয়রানী বন্ধের দাবিতে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত

gbn

লন্ডন থেকে জুবায়ের আহমদ ||

বাংলাদেশে গণমাধ্যমের কন্ঠরোধ ও সাংবাদিক হয়রানী বন্ধের দাবিতে লন্ডনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যে কর্মরত বিপূল সংখ্যক বাংলা গণমাধ্যম কর্মী ছাড়াও যুক্তরাজ্য প্রবাসী মানবাধিকার কর্মীরা বক্তব্য রাখেন।

শনিবার (৩ মে ) বিকালে পূর্ব লন্ডনে অবস্থিত আলতাব আলী পার্কে বাংলাদেশে সাংবাদিকদের গণ-গ্রেফতার, হামলা-মামলা, নিপীড়নের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংব‌াদকর্মী ও মানবাধিকার নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধা আবু মূসা হাসান এর সভাপতিত্বে এবং সাংবাদিক জুয়েল রাজ এর পরিচালনায় সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সাংবাদিকদের ওপর হত্যা মামলা দি‌য়ে আটকে রাখা হয়েছে, জামিন ও দেওয়া হচ্ছেনা । প্রায় ২ শতাধিক  সাংবাদিকের নামে মামলা করা হয়েছে। এতে শঙ্কিত আছেন সাংবাদিকরা। এদের মুক্তি দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান। সর্বশেষ দীপ্ত টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে, সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে।

সভায় জানানো হয়, দেশের বড় বড় সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে আর নিরীহ সাংবাদিকদের দিয়ে জেল ভরে রাখা হচ্ছে এবং দিন দিন দেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে। 

বক্তারা বলেন, ড. ইউনূস প্রতিশ্রুতি দিলেও সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি বরং নির্যাতন বেড়েছে। তাই সাংবাদিকদের ওপর নির্যাতন কিছুতেই মেনে নেওয়া যায়না। তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মানবাধিকার কর্মী কাউন্সিলার পুস্পিতা, আব্দুল আহাদ চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, আহাদ চৌধুরী বাবু, শাহ বেলাল, জামাল খান, জুবায়ের আহমদ, সুয়েজ মিয়া, সৈয়দ এনাম,অভিষেক শেখর জিকু ,নুরুন্নবী , সোহাগ যাদু, নিশিথ সরকার মিটু, মোন্না মিয়া, এ রহমান ওলী প্রমুখ৷

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন