প্রত্যেকেই একাধিক মামলার আসামী চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৩

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি,অস্ত্র,মাদক,ছিনতাই ও মোটরসাইকেল চুরির একাধিক মামলার ৩ আসামীকে ৫০ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২২’নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার একবরপুর হটাৎপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন,শিবগঞ্জের চাটপাড়ার মফিজের ছেলে আহসান(৩২), আড়গাড়া এলাকার গিয়াসউদ্দিনের ছেলে লালচান(২৬) ও একবরপুরের রাজ্জাকের ছেলে একবর (২৮)। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক(এসআই) আবদুল্লাহ জাহিদ জানান, এদের মধ্যে আহসানের নামে ৭টি, লালচানের নামে ৯টি ও একবরের নামে ৩টি মামলা রযেছে। বৃহস্পতিবারের ঘটনায় শিবগঞ্জ থানায় তাঁদের নামে আরেকটি মামলা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার(২৩’নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান উপপরিদর্শক জাহিদ। ###