আমিরাতে ব্রিটিশ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড

জিবি নিউজ 24 ডেস্ক//
ব্রিটিশ নাগরিক ম্যাথিউ হেডজস’কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত। আমিরাত থেকে স্পর্শকাতর ইস্যুতে বাইরের দেশে তথ্য পাচারের অভিযোগে মামলা চলছিল তার বিরুদ্ধে।
আবু ধাবির কেন্দ্রীয় আপিল বিভাগ মঙ্গলবার ওই রায় প্রদান করে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মাত্র পাঁচ মিনিটের ‘শুনানি’ হয়েছে ওইদিন। কারণ, ওই ব্যক্তির আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন না।
জানা গেছে, ৩১ বছর বয়সী হেডজ পিএচডি করার জন্য ডুরহাম ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন। গবেষণার কাজে ভ্রমণে আসার দুই সপ্তাহের মাথায় চলতি বছরের ৫ মে তিনি আটক হন।