বিয়ানীবাজার প্রতিনিধি //
শিল্পপতি ও শিক্ষানুরাগী খলিলুর রহমান চৌধুরীর মৃত্যুতে তাৎক্ষণিক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের নিজ প্রতিষ্টিত খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনে এ কর্মসূচি পালন করা হয়।
খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক আবদুল মালিকের সভাপতিত্বে শোক-আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. ছরওয়ার হোসেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী প্রধান শিক্ষক অমলেন্দু দে, সিনিয়র শিক্ষক মো. আব্দুস সালাম, শাহেনা বেগম, হাবিবুর রহমান, আরিফুর রহমান, মো. আবদুল করিম, রেজাউল করিম, খুরশীদ আলম, আবদুল হাছিব, ছায়েম আহমদ শিপলু, বাদল আচার্য, জুবের আহমদ প্রমুখ।
সভায় বক্তারা খলিলুর রহমান চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে ব্যাপক আলোচনা করেন।
দোয়া পরিচালনা করেন ক্বারী আব্দুল কুদ্দুস।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন