জেএসডি থেকে মনোনয়ন আবেদন পত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার চলছে

আজ সকাল ১১ টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেএসডি থেকে মনোনয়ন আবেদন পত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। আজ বিকেল ৫ টা পর্যন্ত ২৪৫ জনের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। সাক্ষাৎকার অব্যাহত রয়েছে। উল্লেখ্য যে, ইতোমধ্যে দলের সভাপতি জনাব আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক জনাব আবদুল মালেক রতন, ষ্টিয়ারিং কমিটির সদস্য জনাব এম এ গোফরান, মিসেস তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সহ-সভাপতি দবির উদ্দিন জোয়ার্দার, এ্যাড. আবদুর রহমান, এ্যাড. কে এম জাবির, আবদুল জলিল চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম আনছার উদ্দিন, এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, এ্যাড. গিয়াস উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক এস এম রানা চৌধুরী, আবদুল্লাহ আল তারেকসহ অনেক নেতৃবৃন্দের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে।