সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের ১৭১৫ টি পরিবারের মধ্যে বালতি ও পানি বিশুদ্ধকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগ পইলেরচর গ্রামে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার স্টিপ তাপস চিসিম,সদর উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন,জুনিয়র প্রোগ্রাম অফিসার সঞ্জয় সিংহ, কুরবান নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মুক্তার আলী প্রমুখ।
এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, পানির অপর নাম জীবন। বিশুদ্ধ পানির অভাবে শরীরে অনেক রোগজীবাণু দেখা দেয়। বর্ষাকালে গ্রামাঞ্চলে খাবার পানির অভাব দেখা যায়।তখন অনেকেই বাধ্য হয়ে বিলের পানি খেয়ে থাকেন। এজন্য ওয়ার্ল্ড ভিশন পানি বিশুদ্ধ করণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে।যাতে করে একবালতি পানিতে একটা ওষধ ব্যবহারের মাধ্যমে নিরাপদ বিশুদ্ধ পানি পান করা যায়।এতে রোগজীবাণু থেকে দূরে থাকা সম্ভব। সঠিক ভাবে ব্যবহারের মাধ্যমে পরিবারের সবাই মিলে বিশুদ্ধ পানি সেবন করতে পারবে।##

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন