Bangla Newspaper

লন্ডনের সেফিল্ড ইউনিভারসিটি থেকে কৃতিত্বের সাথে মাস্টার ডিগ্রি অজর্ন করেছেন ছাতকের মেয়ে রিমা খানম নাইমা

73

জিবি নিউজ24 ডেস্ক //

 লন্ডনের সেফিল্ড ইউনিভারসিটি থেকে কৃতিত্বের সাথে মাস্টার ডিগ্রি অজর্ন করেছেন ছাতকের মেয়ে রিমা খানম নাইমা। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে সে সাফল্য অজর্নকারী করে সে ছাতকবাসী ও মা বাবার মুখ উজ্জ্বল করেছে, বতর্মানে সে লন্ডন টাওয়ার হ্যামলেটস এর শাপলা প্রাইমারী স্কুলে শিক্ষকতায় নিযুক্ত রয়েছে,

তার দেশের বাড়ী ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের আইনাকান্দি গ্রামে,

সে লন্ডন মহানগর আওয়ামীলীগ নেতা, বঙ্গঁবন্ধু ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট এবং সুনামগঞ্জ জেলা সমিতির কোষাধক্ষ আশিকুল ইসলাম আশিকের দ্বিতীয় মেয়ে।এদিকে রিমা খানম নাইমার পিতা-মাতা তাদের মেয়ে মাস্টার ডিগ্রি অর্জন করায় অত্যন্ত আনন্দিত, সে ভবিষ্যতে যাতে আর ও ভাল কৃতিত্ব অর্জন করে মানুষের কল্যানে কাজ করতে পারে তার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Comments
Loading...