হেনরির ফাইফার, গ্রুপসেরা হওয়ার পথে ভারতের পুঁজি ২৪৯ রানের

gbn

চ্যাম্পিয়নস ট্রফিতে দু'দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। তবে আজ রোববারের ম্যাচে যে দল জিতবে তারাই হবে এ-গ্রুপের চ্যাম্পিয়ন। সেই লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৯ রানের পুঁজি গড়েছে ভারত। অর্থাৎ গ্রুপসেরা হয়ে সেমিতে যেতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৫০ রান।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে আড়াইশো রানের মধ্যে আটকাতে বড় অবদান নিউজিল্যান্ডের ডানহাতি পেসান ম্যাট হেনরির। ইনিংসের শেষ বলে মোহাম্মদ শামিকে মিডউইকেটে গ্লেন ফিলিপসের হাতের ক্যাচ বানিয়ে ফাইফার পূর্ণ করেছেন তিনি। ৫ উইকেট শিকারে কিউই পেসার খরচা করেছেন ৪২ রান।

 

৩০ রানে ৩ উইকেট হারানো ভারতের হয়ে লড়াই করেছেন শ্রেয়াস আইয়ার। ৯৮ বলে ভারতীয় ইনিংসের সর্বোচ্চ ৭৯ রান করেছেন ডানহাতি ব্যাটার। লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও শামির সঙ্গে ছোট ছোট জুটি করে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ বলে ৪৫ রান করেছেন হার্দিক পান্ডিয়া।

অক্ষর প্যাটেল ৪২, রাহুল ২৩, জাদেজা ১৬ ও রোহিত শর্মা ১৩ রান করেছেন। এদিন ১৫৪টি ডট বল খেলেছেন ভারতের ব্যাটাররা।

 

হেনরি ছাড়া নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন কাইল জেমিসন, উইল ও'রর্কে, মিচেল স্যান্টনার ও রাচিন রাবিন্দ্রা।

যে দল জিতবে, সেমিতে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে, আর যারা হারবে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

জিবি নিউজ প্রতিনিধি//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন