১৭৯ রানে অলআউট ইংল্যান্ড

gbn

ইংল্যান্ডের বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। নিশ্চিত হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালও। আদতে এই ম্যাচটা গুরুত্বহীন হলেও স্থান নির্ধারণীর একটা হিসেব-নিকেশ আছে।

ইংল্যান্ডের এই ম্যাচে হার কামনা করছেন বাংলাদেশি সমর্থকরা। কেননা ইংলিশরা হেরে গেলে ষষ্ঠ স্থানে উঠবে এরই মধ্যে দেশে ফিরে আসা বাংলাদেশ দল। এখন টাইগাররা আছে আট দলের মধ্যে সপ্তম স্থানে।

 

করাচি স্টেডিয়ামে ইংলিশরা যেন বাংলাদেশকে ষষ্ঠ করার পথই গড়ে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে ৩৮.২ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল ইংল্যান্ড। মার্কো জানসেনের তোপে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। ফিল সল্ট ৮ আর জেমি স্মিথ ০ রানে সাজঘরে ফেরেন। বেন ডাকেট ২১ বলে ২৪ রানে আউট হন।

 

সেখান থেকে জো রুট হাল ধরার চেষ্টা করেন। হ্যারি ব্রুককে নিয়ে দলকে প্রায় একশর দোরগোড়ায় পৌঁছে দেন তিনি। ব্রুক ২৯ বলে ১৯ করে কেশভ মহারাজের শিকার হলে ভাঙে ৬২ রানের জুটি। এটিই শেষ পর্যন্ত ইংলিশ ইনিংসে সর্বোচ্চ।

৪৪ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩৭ করে আউট হন রুট। এরপর জস বাটলার ধরে খেলার চেষ্টা করলেও ২১ রানের (৪৩ বলে) বেশি করতে পারেননি। জোফরা আর্চার করেন ২৫।

 

দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডার আর মার্কো জানসেন নেন ৩টি করে উইকেট।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন