চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের আরেক পেসার

gbn

গত সপ্তাহেই হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে পড়েছেন বেন সিয়ার্স। এবার একই চোটে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের অভিজ্ঞ পেসারকে হারিয়ে বসলো নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিং ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না লুকি ফার্গুসন। তার বদলে ডাকা হয়েছে কাইল জেমিসনকে।

ফার্গুসন নিউজিল্যান্ড দলের অন্যতম সেরা পেসার। খেলেছেন ৬৫ ওয়ানডে, শেষ দুই বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে সেমিফাইনাল ম্যাচেও খেলেছেন এই গতিতারকা।

 

চলতি মাসের শুরুতে আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ফার্গুসন। ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলা এই পেসার ছিটকে পড়া ম্যাচে চার ওভারের কোটাও পূরণ করতে পারেননি।

এরপর দলের হয়ে বাকি দুই ম্যাচ খেলতে পারেননি ফার্গুসন। মিস করেন নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজও।

 

রোববার ফার্গুসনের হ্যামস্ট্রিংয়ের পরীক্ষা হয়, আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তিন ওভার বল করেন। মঙ্গলবার জানা গেলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না এই পেসার।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন