বিশৃঙ্খলায় ট্রফি উদযাপন অনুষ্ঠান পণ্ড, যা বললেন তামিম

gbn

আয়োজকদের অব্যবস্থাপনার কারণে বরিশালে বিপিএলের ট্রফি উদযাপন অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। দীর্ঘ অপেক্ষার পর বিপিএল জয়ী ফরচুন বরিশালের ক্রিকেটাররা মঞ্চে উঠলেও মাত্র ২ থেকে ৩ মিনিটের মধ্যে আবার নেমে যেতে বাধ্য হন। এতে হতাশ হয়ে মঞ্চের চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ক্রিকেট সমর্থকরা।

বরিশালের মানুষের তাদের ঘিরে এত আগ্রহ দেখে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তামিম ইকবাল। তবে বেশিক্ষণ মঞ্চে থাকতে না পারায় দুঃখও প্রকাশ করেন ফরচুন বরিশাল অধিনায়ক।

 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে ওই ঘটনা নিয়ে তামিম বলেন, ‘আমাদের অনেক পরিকল্পনা ছিল। আমরা এ কারণেই পুরো দল নিয়ে বরিশালে এসেছিলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হবে। আমরা কিছু কথা বলব, প্রত্যেক খেলোয়াড় কিছু না কিছু কথা বলবে আর আপনাদের সবার সঙ্গে সময় কাটাবে।’

তামিম যোগ করেন, ‘একটা সময় এ রকম অবস্থা হয়ে গিয়েছিল যে আমাদের নিরাপত্তা দল এটাকে আর নিরাপদ মনে করছিল না। আপনারা যদি লক্ষ করে থাকেন, যখন আমরা বাস নিয়ে ঢুকছিলাম, বাসের ওপর পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল। আমাদের খুব কঠোরভাবে পরামর্শ দেওয়া হয়েছিল, এটা আসলে নিরাপদ নয়। কারণ, স্টেজে যখন আমরা উঠি, ওখানে অনেক মানুষ ছিল। সবাই স্টেজের ওপর উঠে যাচ্ছিল। খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে একসময় আমাদের বলা হচ্ছিল বাসটা ঘুরিয়ে চলে যেতে। কিন্তু এতগুলো মানুষ, আপনারা এত কষ্ট করে ওখানে ছিলেন; এই জিনিসটা আমরা করতে পারতাম না।’

 

নিজের খেলা দলগুলোর মধ্যে ফরচুন বরিশালের সমর্থকদেরই এগিয়ে রেখে তামিম বলেন, ‘আমি অনেকগুলো দলে খেলেছি দেশে-বিদেশে, ফরচুন বরিশালের মতো ফ্যানবেজ কোথাও দেখিনি। আজকে আপনারা যে জিনিসটা আমাদের দেখিয়েছেন, আমি রীতিমতো মুগ্ধ। আমাদের দায়িত্ব তিনগুণ বেড়ে গেলো। কারণ, আপনাদের মতো ভক্তরা আমাদের সঙ্গে আছেন। আমার পুরো দলের হয়ে কৃতজ্ঞতা জানাই।’

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন