শারদীয় শুভেচ্ছা

ধর্ম যার যার,উৎসবের আনন্দ সবার। বাঙ্গালী হিন্দু ধর্মালম্বীদের আবহমান
সার্বজনীন শারদীয় দুর্গাউৎসব হউক সমাজের সকল আসুরিক শক্তি বিনাশ করে
শান্তি স্থাপনের দৃপ্ত অঙ্গীকার। ধর্ম বর্ন নির্বিশেষে সবাইকে জানাই শারদীয়
প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা।
শুভেচ্ছান্তেঃ
উত্তম কুমার পাল হিমেল
সাধারন সম্পাদক
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখা।
সাবেক সাধারন সম্পাদক
নবীগঞ্জ প্রেসক্লাব,হবিগঞ্জ।