জয় শাহ দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় প্রধান নির্বাহীর পদত্যাগ

gbn

একটানা চার বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন আইসিসির প্রধান নির্বাহী (সিইও) জিওফ অ্যালার্ডিস। গেল ১ ডিসেম্বর বিসিসিআইয়ের সাবেক সেক্রেটারি জয় শাহ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পদ থেকে কারো সরে যাওয়ার ঘটনা ঘটলো।

পদত্যাগের কারণে হিসেবে স্পষ্ট করে কিছু বলেননি অ্যালার্ডি। জানিয়েছেন, নতুন চ্যালেঞ্জ নিতে সিইওর পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

 

অ্যালার্ডিস বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য বিশেষ সুযোগ। ক্রিকেটের বৈশ্বিক পরিসর বৃদ্ধি থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপন পর্যন্ত আমরা যা অর্জন করেছি, তা নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’

‘আমি আইসিসি চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং পুরো ক্রিকেট সম্প্রদায়কে গত ১৩ বছরে তাদের সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, সরে যাওয়ার এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এটিই সঠিক সময়। আমি আত্মবিশ্বাসী যে, ক্রিকেটের সামনে উত্তেজনাপূর্ণ সময় রয়েছে এবং আইসিসি ও বৈশ্বিক ক্রিকেট সম্প্রদায়কে আমি ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

 

অ্যালার্ডিসের পদত্যাগের খবরে জয় শাহ বলেন, ‘আইসিসি বোর্ডের পক্ষ থেকে আমি জিওফকে তার নেতৃত্ব ও দায়িত্বশীলতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ক্রিকেটকে বৈশ্বিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা তার সেবা নিয়ে কৃতজ্ঞ এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

 

২০১২ সাল থেকেই আইসিসিকে কাজ করেন অ্যালার্ডিস। এরপর ২০২১ সালে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ লাভ করেন তিনি। স্থায়ী হওয়ার আগে অন্তর্বর্তী সিইওর দায়িত্ব পালন করেছেন ৮ মাস। মানু সাশ্বনি বরখাস্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে দায়িত্ব পেয়েছিলেন অস্ট্রেলিয়ান সাবেক এই ক্রিকেটার। আইসিসিতে আসার আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের জেনারেল ম্যানেজার ছিলেন অ্যালার্ডিস।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন