দিল্লিতে কেজরিওয়ালের ওপর হামলা

ভারতের আম আদমি পার্টির (আপ) প্রধান তথা দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শনিবার ভোট প্রচারে নেমেছিলেন তিনি। তখনই হঠাৎ তার গাড়ি লক্ষ্য করে উড়ে আসে পাথর। বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়।

তবে অক্ষত রয়েছেন আপপ্রধান। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ঘটনার পরই বিজেপিকে নিশানা করেছে আপ। তাদের অভিযোগ, এই হামলার নেপথ্যে বিজেপি প্রার্থী পরবেশ বর্মার আশ্রিত দুষ্কৃতকারীদের হাত রয়েছে।

আসন্ন নির্বাচনে হারার ভয়েই বিজেপির পক্ষ থেকে কেজরিওয়ালকে লক্ষ্য করে পাথর ও ইটের টুকরা ছোড়া হয়েছে। 

 

বিজেপির উদ্দেশে আপ হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘কেজরিওয়াল আপনাদের এই কাপুরুষোচিত আক্রমণে ভয় পাননি। দিল্লির জনগণই আপনাদের উপযুক্ত জবাব দিয়ে দেবে।’

যদিও আপের অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরবেশ।

তার পাল্টা দাবি, কেজরির গাড়ি বিজেপি সমর্থকদের পায়ের ওপর দিয়ে চলে গিয়েছে। পা ভেঙেছে এক দলীয় কর্মীর।

 

এর আগে গত ৩০ নভেম্বর এক পদযাত্রা চলাকালীন কেজরির ওপর ‘হামলা’ হয়েছিল। সেবার আপপ্রধানকে লক্ষ্য করে তরল জাতীয় কোনো পদার্থ ছুড়ে মারেন এক ব্যক্তি। ঘটনার পরই উত্তেজনা ছড়ায় রাজধানীতে।

পুলিশের দাবি, ওই ব্যক্তি কেজরিওয়ালকে লক্ষ্য করে পানি ছুড়েছিলেন। যদিও আপের অভিযোগ ছিল, তাদের নেতাকে এসিড ছুড়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। তখনো অভিযোগের তির উঠেছিল বিজেপির দিকে।

 

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি। তার আগে রাজনৈতিক দলগুলোর প্রচার ও প্রস্তুতি তুঙ্গে। দিল্লিতে এবার কোনো জোটে থাকতে চাননি কেজরি। লোকসভা নির্বাচনে বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিক হয়েছিল তার দল। কিন্তু দিল্লির নির্বাচনের দিন ঘোষণার অনেক আগেই তিনি জানিয়ে দেন, তার দল একা লড়বে এবং সব আসনে প্রার্থী দেবে। দিল্লিতে কংগ্রেস ও বিজেপির সঙ্গেই আপের মূল লড়াই। দিল্লি বিধানসভায় মোট আসন ৭০টি। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ জানুয়ারি। ২০ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ মিলবে।

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন