মৌলভীবাজারকে পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে সচেতনতামূলক শোভাযাত্রা

মৌলভীবাজার প্রতিনিধি \
পরিচ্ছন্ন শহর আমাদের অঙ্গীকার’ এই শ্লোগান নিয়ে মৌলভীবাজার শহরকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলা লক্ষ্যে মৌলভীবাজারে এক সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১১ অক্টোবর) সকাল ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জেলা কালেক্টরেট ভবনের সম্মুখ থেকে শুরু হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম,জেলা পরিষদের চেয়ারম্যান মো: আজিজুর রহমান, মৌলভীবাজার সরকারী কলেজ অধ্যক্ষ ড: মো ফজলুল আলী, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল,পৌর মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার পৌরসভা,সামাজিক সংগঠন,স্কাউট ,গার্ল গাইডস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। শোভাযাত্রাটি শহরের চৌমোহনা চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পৌর মেয়র ফজলুর রহমান। ছবি সংযুক্ত ১টি