চাঁপাইনবাবগঞ্জে ২৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

জাকির হোসেন পিংকু, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামথেকে ২৪০ গ্রাম হেরোইনসহ আয়াত আল আমিন ওরফে বাচ্চু (২৬) নামে একযুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১১অক্টোবর)ভোর সোয়া ৪টার দিকে অভিযানটি চালানো হয়। বাচ্চু ওই গ্রামের আতাউররহমান ওরফে আতালের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্টিফেন হাসদা বলেন,গোপন
খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাচ্চুকে তাঁর নিজ বাড়ি থেকে হেরোইনসহগ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।আসামীকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান উপপরিদর্শক হাসদা।##