লিঙ্গ পরিবর্তন করেছেন ভারতের সাবেক ক্রিকেটারের পুত্র

gbn

বাবা সঞ্জয় বাঙ্গারের মতো ক্রিকেটার হতে চেয়েছিলেন আরিয়ান বাঙ্গার। খেলাও শুরু করেছিলেন ভারতের সাবেক ব্যাটারের পুত্র। তবে আরিয়ানের সেই স্বপ্নের সমাপ্তি ঘটে গেছে।

এর দায় অবশ্য অনেকটা আরিয়ানের।

কেননা ছেলে থেকে যে এখন মেয়ে রূপান্তরিত হয়েছেন তিনি। লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন ভারতের সাবেক কোচ বাঙ্গারের পুত্র। নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন আনায়া। লিঙ্গ পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন আনায়া।

 

 

নিজের সিদ্ধান্তের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনায়া লিখেছেন, ‘ক্রিকেটার হওয়ার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে অনেক ত্যাগ করতে হয়েছে। অনেক পরিশ্রম করতে হয়েছে। ক্রিকেটের বাইরে আরো একটা যাত্রা চলছিল। নিজেকে চেনার যাত্রা।

সেই পথেও অনেক চ্যালেঞ্জ ছিল। তবে নিজের সিদ্ধান্তেই টিকে থেকেছি। নিজেকে নিয়ে আমি গর্বিত।’

 

২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন আনায়া। সেই অনুযায়ী গত ১০ মাস ধরে প্রক্রিয়া চলছে ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারির’।

বর্তমানে ম্যানচেস্টারে থাকছেন আনায়া। এর আগে ক্রিকেটার হওয়ার স্বপ্নে ছোট থেকেই অনুশীলনও শুরু করেন। ইসলাম জিমখানা ক্লাবে খেলার পর লন্ডনে পাড়ি জমিয়ে লিস্টারশায়ারের হিংকলে ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।

 

লিঙ্গ পরিবর্তন করায় আনায়ার আর পেশাদার ক্রিকেটার হওয়া হচ্ছে না। কারণ আইসিসির নারী ক্রিকেটের নিয়ম অনুযায়ী, রূপান্তরকামী বা রূপান্তরিতরা নারী ক্রিকেট খেলতে পারবেন না।

আনায়ার বাবা বাঙ্গার ভারতের হয়ে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ২৭ ম্যাচে ৬৫০ রান করছেন। টেস্টে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। উইকেট নিয়েছেন সমান ৭টি করে ১৪টি। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যুক্ত হন বাঙ্গার। ভারতের অন্তর্বর্তীকালীন কোচও ছিলেন ৫২ বছর বয়সী সাবেক ব্যাটার। এ ছাড়া আইপিএলের দল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন