মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার শহরের কাজিরগাঁও এলাকায় মাইক্রোক্রেডিট এনজিও সংস্থা ‘আশা’ সদর ব্রাঞ্চে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে সোমবার ৩০ সেপ্টেম্বর শেষ রাত চারটার দিকে। আশার সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো: আমিরুল ইসলাম জানান ভোর চারটার দিকে প্রথমে পশ্চিম পাশের গ্রীল ভেঙ্গে বারান্দায় প্রবেশ করে ডাকাতরা। পরে তারা ওই পাশের দরজা ভাংতে না পেরে দক্ষিণ পাশের লোহার গেইট ও এর পেছনে থাকা দরজা ভেঙ্গে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। ডাকাতরা তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি বাতরুমে আটকে রাখে। এসময় অফিসে থাকা অপর ৪ জনকে রশি দিয়ে হাত বেঁধে পৃথক দুটি কক্ষে আটকে রাখে। তারা হলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিমাদ্রি শেখর বৈদ্য,অডিটর শফিকুল ইসলাম, রিজওনাল ম্যানেজার আসকির মিয়া, লোন অফিসার জাহাঙ্গির আলম। জিম্মি ৫ জনই অফিসের সাথে কক্ষে বসবাস করতেন। এসময় ডাকাত দল বিভিন্ন কক্ষ তল্লাশী করে ও কয়েকটি আলমারি ভেঙ্গে নগদ ৩৯ হাজার ৫ শত টাকা নিয়ে যায়। ডিভিশনাল ম্যানেজার বলেন ভেতরে ৩ জন ডাকাত প্রবেশ করে ও বাহিরে আরও ৩ থেকে ৪ জন পাহাড়ায় ছিল। পরে ডাকাত দল ভৈরবগঞ্জ বাজারে তাদের অপর ব্রাঞ্চে ডাকাতির চেষ্টা করে। উল্লেখ্য, এর আগে ১৪ সেপ্টেম্বর কামালপুর বাজার ব্রাঞ্চ ডাকাতি সংঘটিত হয়। এছাড়া ২৪ সেপ্টেম্বর আমতৈল ব্রাঞ্চে ডাকাতির চেষ্টা করা হয়। এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান বলেন, ডাকাতি নয় এটি একটি চুরির ঘটনা। আমরা এ বিষয়ে কাজ করছি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন