মার্কিন বাহিনী সিরিয়ায় দুটি পৃথক হামলা চালিয়েছে। এতে ৩৭ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে, যাদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সহযোগী হুররাস আল-দিনের সদস্যরা রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) রবিবার এই তথ্য জানিয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর সিরিয়ার উত্তর-পশ্চিমে এক হামলায় ৯ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়।
তাদের মধ্যে ছিলেন হুররাস আল-দিনের একজন শীর্ষ নেতা, যার নাম মারওয়ান বাসাম আবদ-আল-রউফ।
বাহিনীর বিবৃতি থেকে আরো জানা যায়, এর আগে ১৬ সেপ্টেম্বর মধ্য সিরিয়ায় আরেকটি হামলায় আইএসের একটি প্রশিক্ষণ শিবিরে আঘাত হানা হয়। এতে অন্তত ২৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে চার শীর্ষ নেতা ছিলেন।
তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
মার্কিন সামরিক বাহিনীর প্রায় ৯০০ সেনা সিরিয়ায় রয়েছে, যারা আন্তর্জাতিক জোটের অংশ। এই জোট ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন আইএস ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করেছিল।
সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, ‘আইএস ও আল-কায়েদার সহযোগী হুররাস আল-দিনের নেতৃত্ব ও সদস্যদের বিরুদ্ধে এই হামলাগুলো সন্ত্রাসী সংগঠনগুলোর চিরস্থায়ী পরাজয়ের প্রতি সেন্টকমের অঙ্গীকার ও আঞ্চলিক স্থিতিশীলতায় আমাদের সমর্থন প্রদর্শন করে।
’
এদিকে ইসরায়েল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে ইরাক ও সিরিয়াতে আইএসবিরোধী জোট বাহিনী বহুবার ড্রোন ও রকেট হামলার শিকার হয়েছে। এর প্রতিক্রিয়ায় মার্কিন বাহিনীও সেখানে পাল্টাহামলা চালিয়েছে। গত আগস্ট মাসে মার্কিন বাহিনী সিরিয়ায় আরেকটি হামলায় হুররাস আল-দিনের নেতা আবু আবদুল রহমান আল-মাক্কিকে হত্যা করে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন