একা চার গোল। চারটি গোলই প্রথমার্ধে করেছেন কোল পালমার। ২০ মিনিটের ব্যবধানে গোল চারটি করেছেন এই ইংলিশ মিডফিল্ডার। খেলার ২১তম মিনিটে গোল উৎসবের শুরু করেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়।
১০ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠিয়ে তিনি পূরণ করেছেন হ্যাটট্রিক। ২৮ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। মিনিট তিনেক পর পেনাল্টি থেকে লক্ষ্যভেদে পূরণ করেন হ্যাটট্রিক। ওখানেই অবশ্য থামেননি পালমার।
৪১ মিনিটে নিজের এবং দলের পক্ষে করেন চতুর্থ গোল।
আর পালমারের জাদুতে নিজ মাঠে ব্রাইটনকে ৪-২ ব্যবধানে হারিয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে শুরুটা হতাশার হয়েছিল ব্লুজদের। সপ্তম মিনিটে জর্জিনিও রুটারের গোলে এগিয়ে যায় ব্রাইটন।
কিন্তু পালমার গোল উৎসবে যোগ দেওয়ার পর ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চেলসি। এক গোল হজম করে পালমার তিনটি দেওয়ার পর ব্রাইটনের হয়ে ব্যবধান কমান (৩-২) কার্লোস বালেবা। তবে পালমার ম্যাচে নিজের চতুর্থ গোল করলে আবার ব্যবধান বাড়ায় (৪-২) চেলসি। এরপর দ্বিতীয়ার্ধে কোনো দলই পারেনি আর গোল করতে।
জিতেছে আর্সেনালও।
কাকতালীয়ভাবে জয়ের ব্যবধানও অভিন্ন। এমিরেটস স্টেডিয়ামে গানাররা ৪-২ ব্যবধানে হারিয়েছে লিস্টার সিটিকে। গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে শুরুটা দুর্দান্ত হয়েছিল আর্সেনালের। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো ট্রোসার্ড। দ্বিতীয়ার্ধে জেমস জাস্টিনের গোলে ২-২ এ সমতা ফেরায় লিস্টার সিটি। কিন্তু ৯৪ মিনিটে ট্রোসার্ড ম্যাচে দ্বিতীয়বার জাল খুঁজে নিলে এবং ৯৯ মিনিটে কাই হাভার্টজের গোলে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে গানাররা।
এ জয়ে ছয় রাউন্ডের খেলা শেষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সমান ১৪ পয়েন্ট এখন আর্সেনালেরও। দিনের শুরুতে নিউক্যাসলের মাঠে ১-১ গোলে ড্র করেছে সিটিজেনরা। এই দুই দলের পেছনেই এখন চেলসি। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট ব্লুজদের।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন