ম্যাচের আগে দি মারিয়াকে শ্রদ্ধা জানাবে আর্জেন্টিনা

ঘরের মাঠে শিষ্যের বিদায় দেখতে চেয়েছিলেন লিওনেল স্কালোনি। এ জন্য আনহেল দি মারিয়াকে আরেকটি ম্যাচ খেলার জন্য অনেকটা অনুরোধ করেছিলেন আর্জেন্টাইন কোচ। তবে গুরুর অনুরোধে সাড়া দেননি তিনি। কোপা আমেরিকার ফাইনালে চ্যাম্পিয়ন হওয়াকেই শেষ ম্যাচ বলে জানিয়ে দেন দি মারিয়া।

 

স্কালোনির অনুরোধে সাড়া দিলে আগামীকাল ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে খেলতে পারতেন দি মারিয়া। আর এতে ৬০ হাজার সমর্থকও প্রিয় খেলোয়াড়কে বিদায়ি সম্মান জানাতে পারতেন। সেই সুযোগ সমর্থকরা না পেলেও আগামীকাল চিলি-আর্জেন্টিনা ম্যাচের আগে ‘ফিদোকে’ বিদায়ি সংবর্ধনা দেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এক ভিডিও পোস্ট করে তেমনি ইঙ্গিত দিয়েছে এএফএ।

আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি প্রতিবেদনে জানিয়েছে, ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে দি মারিয়াকে সম্মান জানাবে। ভিডিওতে লেখা হয়েছে, ‘আগামীকাল তার মুহূর্ত। আমরা তাকে শ্রদ্ধা জানাব। আমরা আশা করি, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (আর্জেন্টিনার সময়) আমাদের সঙ্গে থাকবেন।

 

চিলির বিপক্ষে আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে নামবে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে নতুন এক যুগ শুরু হবে আর্জেন্টিনার। দি মারিয়ার অবসরের সঙ্গে চোটের কারণে এ ম্যাচে থাকবেন না লিওনেল মেসি। দুই কিংবদন্তিকে ছাড়া কাল মাঠে নামবে আলবিসেলেস্তারা। দুই তারকার জার্সির উত্তরসূরি কে হবেন, তা নিয়ে একটা ধারণা দিয়েছেন স্কালোনি।

 

সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেছেন, ‘মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সি আগে পরেছে আনহেল কোরেয়া। এটা কোনো সমস্যা নয়। আমরা জানি যে ১০ নম্বর জার্সির একজন মালিক আছেন এবং জানি সে কে। এটা এমন এক জার্সি যার প্রতি আমাদের অনেক স্নেহ আছে।’

মেসির অনুপস্থিতিতে কোরেয়া পরলেও চিলির বিপক্ষে স্কোয়াডে নেই তিনি। চিলি ম্যাচে তাই ১০ নম্বর জার্সির মালিক হতে পারেন দেড় বছর পর দলে ডাক পাওয়া পাওলো দিবালা। এমনটি জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি। অন্যদিকে ১১ নম্বর জার্সির মালিক নাকি হতে পারেন জিওভান্নি লো চেলসো। চেলসোর প্রতিদ্বন্দ্বী হতে পারেন নিকোলাস গঞ্জালেস। 

জিবি নিউজ24ডেস্ক//

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন