বন্যাদুর্গতদের জন্য বিসিবির এক কোটি টাকা অনুদান

gbn

ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের অন্তত ১৩টি জেলা। দেশের এই ত্রান্তিলগ্নে অনেক প্রতিষ্ঠানের মতো বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আজ বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে ফারুক বলেছেন, ‘আপনারা জানেন আমরা সবাই খুবই দুঃখিত আমাদের দেশে এত বড় বন্যা এসেছে।

এই বন্যাতে অনেক জায়গার ভয়াবহ অবস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সেনাবাহিনীর মাধ্যমে। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের জন্য।

ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা-ভাবনা করছি।’

 

বন্যাদুর্গত এলাকায় তিন হাজার খাওয়ার ব্যাগ পাঠানো হবে বিসিবির পক্ষ থেকে। ব্যাগে কী কী থাকছে জানতে চাইলে ফারুক বলেন, ‘একটা ব্যাগে যা থাকে, শুকনা খাবার থাকে। রান্নার তো সুযোগ নেই।

চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, তারপর মোমবাতি, লাইট,  স্যালাইন এগুলো দিয়ে করেছে।’ বন্যার পানি কমে গেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থাতেও বিসিবি কাজ করবে বলে জানিয়েছেন ফারুক।

জিবি নিউজ24ডেস্ক//

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন