সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে পুরো বাংলাদেশ এখন উত্তাল। তার আঁচ পড়েছে সকল শ্রেণিপেশার মানুষসহ বিনোদন-ক্রীড়াঙ্গনেও। এই উত্তাপ ছড়িয়ে পড়েছে বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝেও।
তবে এবার এই আন্দোলনে যেন নতুন এক মাত্রা যোগ করলেন এনজো ফার্নান্দেজ।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর নির্মম অত্যাচার যেন তার হৃদয়কে স্পর্শ করেছে। যার বিপরীতে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন ১৭ হাজার ৫০ কিলোমিটার দূরের দেশ আর্জেন্টিনার মিডফিল্ডার।
সামাজিক মাধ্যমে এক পোস্ট শেয়ার করে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা জয়ী দলের সদস্য ফার্নান্দেজ। শিশুর চোখ বাঁধা ও ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের পতাকা রাখা একটি ছবি দিয়ে চেলসির মিডফিল্ডার লিখেছেন,‘আমার সকল বাংলাদেশি ভক্তদের জানাচ্ছি।
আমি আপনাদের শুনছি এবং আপনাদের জন্য আমার প্রার্থনা রইল।’
এর আগে গত মাসের ১৯ জুলাইও পোস্ট দিয়েছিলেন ফার্নান্দেজ। সেদিন লিখেছিলেন,‘বাংলাদেশের যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাদের জন্য প্রার্থনা ও সহমর্মিতা রইল।’
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন