মধ্য গাজার শুজায়ায় এক আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত ও ডজনখানেক লোক আহত হয়েছে। সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এ তথ্য নিশ্চিত করে বলেন, দালাল আল-মুগরাবি স্কুলের আশ্রয়কেন্দ্রে তিনটি ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এখানে শত শত বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল।
তিনি সিএনএনকে বলেন, স্কুলের ধ্বংসস্তূপের নিচে আরো লাশ রয়েছে। এখানে হাজার হাজার বেসামরিক লোক ছিল। এটি এখন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে বলে, স্কুলটি হামাস কমান্ডার ও তাদের সহযোগীদের আস্তানা হিসেবে এবং ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনার জন্য ব্যবহার করা হয়েছিল।
হতাহতদের হাসপাতালে নেওয়ার একটি ভিডিও চিত্র সিএনএনের হাতে এসেছে। ভিডিওতে দেখা গেছে, গাড়িতে করে নিহত ও আহতদের আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতাল প্রাঙ্গণে নিয়ে আসা হচ্ছে।
এর আগে দালাল আল-মুগরাবি স্কুল ও পার্শ্ববর্তী একটি স্কুলের আশ্রয়কেন্দ্র ইসরায়েলি হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু শত শত ফিলিস্তিনি সেখানে আবার অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরি করতে ফিরে আসে।
এ ছাড়া মধ্য গাজা ও নুসিরাতে ইসরায়েলি পৃথক বিমান হামলায় দুই শিশু নিহতের হওয়ার খবর পাওয়া গেছে। শিশু দুটির মরদেহ স্থানীয় আল-আওদা হাসপাতালে নেওয়া হয়েছে। সিএনএনের হাতে পাওয়া ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনিরা হামলায় আহত শিশুদের হাসপাতালে নিয়ে যাচ্ছে। তাদের চিৎকারে হাসপাতালের বারান্দা ভারী হয়ে গেছে।
জিবি নিউজ24ডেস্ক//
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন